যেখানে এমবাপ্পের চেয়েও এগিয়ে এডারসন

ডি-বক্স থেকে বেরিয়ে এসে জেমস ম্যাকাটির উদ্দেশ্যে লম্বা পাস বাড়িয়েছিলেন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এডারসন। তার বাড়ানো বল ক্রিস্টাল প্যালেসের ডি-বক্সের কিছুটা সামনে পেয়ে যান ম্যাকানটি। এরপর বক্সে ঢুকে বল জালে পাঠান এই ইংলিশ মিডফিল্ডার।
শনিবার রাতে ম্যাকানটিকে দিয়ে গোলটি করিয়ে চলতি প্রিমিয়ার লিগে ৪টি অ্যাসিস্ট করলেন এডারসন। লিগটির ইতিহাসে এক মৌসুমে এই ব্রাজিলিয়ান গোলরক্ষক ছাড়া কোন গোলরক্ষকের দুইটির বেশি অ্যাসিস্ট করার রেকর্ড নেই।
২০১৭ সালে ম্যানসিটিতে যোগ দেওয়ার পর ইংলিশ লিগটিতে এডারসনের মোট অ্যাসিস্ট এখন ৭টি। শুধু প্রিমিয়ার লিগেই নয় ইউরোপের শীর্ষ ৫ লিগেও কোন গোলরক্ষক এডারসনের থেকে বেশি অ্যাসিস্ট করতে পারেননি।
চলতি মৌসুমে এডারসনের অ্যাসিস্টের সংখ্যা অনেক নামি-দামি ফরোয়ার্ডদের থেকেও বেশি। ম্যানসিটির অন্যতম সেরা তারকা ফিল ফোডেন এখন পর্যন্ত মাত্র দুটি অ্যাসিস্ট করেছেন। জ্যাক গ্রিলিস, ওমর মারমুশের আছে মাত্র একটি করে অ্যাসিস্ট। ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন তারকা আলেজান্দ্রো গার্নাচোর অ্যাসিস্ট সংখ্যা এডারসনের চেয়ে কম। এছাড়াও আর্সেনাল তারকা মিকেল মেরিনো, ইথান নোয়ানেরি এবং কাই হাভার্টজও পিছিয়ে এডারসনের থেকে।
চলতি মৌসুমে লা লিগায় যোগ দিয়ে কিলিয়ান এমবাপ্পেও করেছেন কেবল ৩ টি। যেটিও ব্রাজিলিয়ান এই গোলরক্ষকের চেয়ে কম।