আন্তর্জাতিক

চীনের চাপের মুখে ভেঙ্গে যাচ্ছে হংকংয়ের বড় বিরোধী দল

সংবাদ সম্মেলনে ডেমোক্রেটিক পার্টির প্রধান লো কিন হেই

চীনের ক্রমাগত চাপের মুখে হংকংয়ের সর্বশেষ বড় বিরোধী দল ডেমোক্রেটিক পার্টিকে ভেঙ্গে দেয়া হচ্ছে। রোববার (১৩ এপ্রিল) একটি বিশেষ সভা শেষে দলটির নেতারা এই কথা জানান।  

এর আগে ডেমোক্রেটিক পার্টির পাঁচজন জেষ্ঠ্য নেতা সংবাদসংস্থা রয়টার্সকে জানান, তাদেরকে দল ভেঙ্গে দিতে চীনা কর্মকর্তা ও মধ্যস্থতাকারীরা কয়েক মাস ধরে হুমকি দিয়ে আসছে। দল ভেঙ্গে না দিলে গ্রেপ্তার হতে পারেন তারা।  

১৯৯৭ সালে ব্রিটেনের কাছ থেকে হংকং শাসনের দায়িত্ব পায় চীন। এর ঠিক তিন বছর পুর্বে ডেমোক্রেটিক পার্টি নামের দলটি গড়ে তোলা হয়। হংকংয়ে একটি গণতান্ত্রিক সংস্কার  জন্য বেইজিংকে চাপ দিতে গণতন্ত্রপন্থী শক্তিগুলোকে জোটবদ্ধ করছিলো দলটি।

রোববার দলটির প্রধান লো কিন হেই সংবাদিকদের জানান, ১১০ জন সদস্যের মধ্যে ৯০ ভাগ সদস্য পার্টি ভেঙ্গে দিতে সম্মত হয়েছেন। এই লক্ষ্যে একটি তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দল ভেঙ্গে দেয়ার ব্যবস্থাসহ এই কমিটি আইনি ও আর্থিক বিষয়গুলো দেখভাল করবেন।  

দলটির সদরদপ্তরে সভা শেষে পার্টি প্রধান লো কিন হেই আরও বলেন, "আমি বিশ্বাস করি হংকংয়ের রাজনৈতিক দলগুলো জনগণের জন্য কাজ করবে। হংকংয়ের জনগণ ও সমাজের জন্য যা ভালো তা করার জন্য আমাদের সব সময় প্রত্যাশা ছিলো।"

দলটির অন্তত পাঁচজন নেতা জাতীয় নিরাপত্তা আইনে জেলে বন্দী আছেন। গণতন্ত্রের দাবিতে হওয়া বিক্ষোভের পর ২০২০ সালে হংকংয়ে এই আইন জারি করে বেইজিং।  

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন