আন্তর্জাতিক

ভারতীয়দের হজ কোটা ৮০ শতাংশ কমালো সৌদি

ভারতীয়দের বেসরকারি হজ কোটা ৮০ শতাংশ কমিয়েছে সৌদি আরব। গেলো ১২ এপ্রিল এ পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার।  হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

জম্মু ও কাশ্মিরের বর্তমান মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এবং সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি উভয়েই উদ্বেগ প্রকাশ করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে শিগগিরই এ ব্যাপারে সৌদির সঙ্গে যোগাযোগ করতে আহ্বানও জানিয়েছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ওমর আবদুল্লাহ বলেন, সৌদি সরকারের এ আদেশের ফলে ৫২ হাজারের বেশি ভারতীয় হজযাত্রীর এবারের হজযাত্রা পুরোপুরি অনিশ্চিয়তার মধ্যে পড়েছে। এরা সবাই হজের জন্য প্রয়োজনীয় সব ধরনের পেমেন্ট পরিশোধ করে ফেলেছেন

কী কারণে সৌদি সরকার এ সিদ্ধান্ত নিল, তা জানা যায়নি। পাশাপাশি ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ ইস্যুতে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।  উল্লেখ্য, ভারতীয় হজযাত্রীদের জন্য বেসরকারি কোটা হ্রাস করা হলেও সরকারি কোটায় কোনো পরিবর্তন আনা হয়নি।

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন