আইন-বিচার

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় ৩ পুলিশ কর্মকর্তা ট্রাইব্যুলানে

ছবি: সংগৃহীত

আশুলিয়ায় ৬ তরুণকে গুলি করে হত্যা করার পর লাশগুলো পুড়িয়ে ফেলার ঘটনায় তিন পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত তারা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।

ট্রাউবুনালে হাজির করা পুলিশ কর্মকর্তারা হলেন- ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম এবং সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন।

এর আগে জুলাই-আগস্ট অভ্যুত্থানর সময় ৫ আগস্ট ঢাকার সাভার,আশুলিয়ায় ৬ ছাত্র-জনতাকে নির্মমভাবে হত্যা এবং পরবর্তীতে লাশ পুড়িয়ে ফেলা হয়। এই ঘটনাকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়। চলতি বছরের ৮ এপ্রিল আদালত ওই তিন কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন