ভূমিকম্পে কাঁপল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের প্রভাবে সান দিয়েগো নগরীর বাইরে গ্রামীণ সড়কে পাথরের টুকরো ছড়িয়ে পড়তে দেখা গেছে। এছাড়া নগরীর সাফারি পার্কেও কম্পন অনুভব করেন দায়িত্বরত কর্মকর্তারা। যদিও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্যও জানা যায়নি।
মঙ্গলবার (১৫ এপ্রিল) মার্কিন বার্তা সংস্থা এপি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ভূমিকম্পটি স্থানীয় সময় সোমবার সকাল ১০টা ৮ মিনিটে আঘাত হানে। এটি সান দিয়েগো কাউন্টিতে কেন্দ্রীভূত হয়েছিল প্রায় ১৫০০ জন লোকের একটি পাহাড়ি শহর জুলিয়ান থেকে মাত্র কয়েক মাইল (৪ কিলোমিটার) দূরে। ভূমিকম্পটি লস এঞ্জেলেস কাউন্টির উত্তরে প্রায় ১২০ মাইল (১৯৩ কিলোমিটার) দূরে অনুভূত হয়েছিল। এরপর বেশ কয়েকটি আফটারশক হয়।
জুলিয়ানে ১৮৭০ এর দশকে পরিচালিত একটি প্রাক্তন সোনার খনির মালিক পল নেলসন বলেছেন, ‘আমি ভেবেছিলাম সিঙ্গল-পেন জানালাগুলো ফাটতে চলেছে কারণ সেগুলো বেশ ভালোভাবে কাঁপছিল। উপহারের দোকানের কাউন্টারে থাকা কিছু ছবির ফ্রেম ঝাঁকুনিতে পড়ে গেছে। কিন্তু পর্যটকরা যে সুড়ঙ্গগুলো ঘুরে দেখতে পারেন তার কোনো ক্ষতি হয়নি। এর আগে রোববারও ভূমিকম্প আঘাত হানে বলে জানান তিনি।
জুলিয়ানের উত্তর-পশ্চিম স্টেট রুটসহ পাহাড়ি ঢালে এবং রাস্তা ও হাইওয়েতে আছড়ে পড়া পাথরের দিকে সতর্ক থাকতে যানবাহন চালকদের সতর্ক করে দিয়েছেন পরিবহণ কর্মকর্তারা। সান দিয়েগো কাউন্টির ক্যালিফোর্নিয়া পরিবহণ বিভাগ জানিয়েছে সম্ভাব্য ক্ষয়ক্ষতির জন্য সড়কপথের মূল্যায়ন করা হচ্ছে।
সান দিয়েগো সাফারি পার্কে আফ্রিকান হাতির একটি পাল ভূমিকম্পের সময় তাদের বাচ্চাদের রক্ষা করার জন্য দৌড়ে যাওয়ার ঘটনা একটি ভিডিওতে ধরা পড়ে। হাতিদের তাদের পায়ের মাধ্যমে শব্দ অনুভব করার ক্ষমতা রয়েছে এবং আচরণটি একটি "সতর্ক বৃত্ত" হিসাবে পরিচিত।
এই ভূমিকম্পের ফলে উত্তর কাউন্টি ট্রানজিট জেলা ট্রেনগুলো বিলম্বে ছেড়ে যায়। ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন ফর সান ডিয়েগো কাউন্টির ক্যাপ্টেন থমাস শ্যুট জানান, মাটি সরে গেলে সতর্কতা হিসেবে স্কুলছাত্রীদের ভবনের বাইরে নিয়ে যাওয়া হয়। তিনি একটি ঝাঁকুনি সতর্কতা পেয়েছিলেন এবং তারপর ধাক্কা অনুভব করতে শুরু করেছিলেন।
ক্যালিফোর্নিয়ার ভূকম্পন বিশেষজ্ঞ লুসি জোনস জানান, সোমবারের ৫.২ মাত্রার ভূমিকম্পটি এলসিনোর ফল্ট জোনের কাছাকাছি ১৩.৪ কিলোমিটার (প্রায় ৮.৩ মাইল) গভীরে আঘাত হানে। এলসিনোর ফল্ট অঞ্চলটি ক্যালিফোর্নিয়ার অন্যতম সক্রিয় ভূমিকম্পপ্রবণ এলাকা এবং বিখ্যাত সান আন্দ্রেয়াস ফল্ট সিস্টেমের অংশ, যেখানে প্রতি বছর অন্তত একটি ৪.০ মাত্রার ভূমিকম্প হয়ে থাকে।
জোনস আরও জানান, রোববার জুলিয়ান এলাকায় যে ৩.৫ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল, সেটিই ছিল সোমবারের বড় ভূমিকম্পের পূর্বশক ।
এসি//