সায়েন্সল্যাবে দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে পূর্ব শত্রুতার জেরে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে সংঘর্ষ শুরু হয়, এতে অন্তত দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
সংঘর্ষের সময় মিরপুর সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। পরে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ থামাতে স্থানীয় থানা পুলিশের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত সদস্যদের মোতায়েন করা হয়।
ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, দুই পক্ষের মধ্যে উত্তেজনা কী কারণে সৃষ্টি হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ জানতে সময় লাগবে। তবে এটা ঠিক যে, মাঝে মাঝে তারা এমন সংঘর্ষে জড়িয়ে পড়ে।’
তিনি আরও জানান, ‘বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা দুই পক্ষকে তাদের নিজ নিজ ক্যাম্পাসে ফিরিয়ে দিয়েছি এবং যাতে তারা আবার মুখোমুখি না হতে পারে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
শিক্ষকদের ভূমিকাকে স্বাগত জানিয়ে ডিসি মাসুদ বলেন, ‘শিক্ষকদের সহায়তা আমরা পেয়েছি। তারা শিক্ষার্থীদের থামানোর চেষ্টা করেছেন। তবে এমন ঘটনায় আরও বেশি সংখ্যক শিক্ষক উপস্থিত থাকলে পরিস্থিতি সহজে সামাল দেওয়া যেত।’
এদিকে সাম্প্রতিক সময়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষ, যানবাহন ও স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটেছে, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
পুলিশ জানিয়েছে, ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসি//