বিনোদন

বলিউডে তারকাখ্যাতির বাইরে নিজের পথে চলছেন আরভ

ছবি: সংগৃহীত

বলিউডের রূপালি পর্দায় যেখানে সেলিব্রিটি সন্তানেরা সাধারণত অভিনয়ের পথে হাঁটেন । সেখানে ব্যতিক্রমী হলেন কিংবদন্তী রাজেশ খান্নার নাতি, অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার পুত্র আরভ কুমার ভাটিয়া । এই তারকা সন্তানটি হাঁটছেন এক অন্য পথে। তার এই পথ কি শুধুই তারকাখ্যাতি থেকে পালানোর চেষ্টা ? না কি আলাদা কিছু করার ইচ্ছা ? একমাত্র আরভই জানেন ,  আসলে তার এই পথের ঠিকানা কোথায়।

২০০২ সালে মুম্বাইয়ের এক তারকাসমৃদ্ধ ঘরে জন্ম নেন আরভ কুমার ভাটিয়া ।  তার শৈশব মাতৃসঙ্গ আর বাবা অক্ষয়ের সান্নিধ্যে কাটলেও ছোট থেকেই ঠিক করে রেখেছিল “আমার জীবনের রূপরেখা আমি নিজেই তৈরি করব।”

আরভ মাত্র ১৫ বছর বয়সে ফ্যাশন নিয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করতে মুম্বাই ছেড়ে সিঙ্গাপুরে চলে যান ।  যার কারণে তাকে সেখানেই থাকতে হয় ।  বয়স বাড়ার সাথে সাথে জীবনের লক্ষ্যও দৃঢ় হতে থাকে তার ।  তবে অভিনয় বা বড় পর্দায় অভিনয় করার কোনো ইচ্ছে বা আকর্ষণই তাকে টানে না । কারণ ফ্যাশন যে তার শখ ও স্বপ্ন।

 বাবা-মাকে ছেড়ে ছেলের বিদেশে পাড়ি দেয়া নিয়ে দুঃখ প্রকাশও করেছিলেন অক্ষয়। অভিনেতা বলেছিলেন, ‘মাত্র ১৫ বছর বয়সে যে ও বাড়ি ছেড়ে চলে যাবে তা মানতে কষ্ট হয়েছিল আমার। কিন্তু পরে মনে পড়ল আমিও তো ১৪ বছর বয়সে স্বপ্নপূরণের জন্য বাড়ি ছেড়ে বেড়িয়ে পড়েছিলাম।’

মাত্র চার বছর বয়স থেকেই মার্শাল আর্টের প্রশিক্ষণ নিতে শুরু করেন অক্ষয় পুত্র। ওকিনাওয়া, কুডো এবং গোজু রায়ু ক্যারাটের প্রশিক্ষণ নেয়ার পর ‘ব্ল্যাক বেল্ট’ অর্জন করেছে আরভ। জাতীয় স্তরের জুডো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ীও হয়েছেন তিনি। অক্ষয় কুমার গণমাধ্যমের কাছে এক সাক্ষাৎকারে বলেন , “ও পুরনো পোশাক কিনে , তাতেই খুশি থাকে ।  দামি জিনিসের প্রতি ওর তেমন কোনো টান নেই ।  আর আমিও কখনো বাধা দেইনি। জীবনটা ওর , তাই সিদ্ধান্তটাও ওর। 

সম্প্রতি ঈদের পার্টিতে হুমা কুরেশির বাড়িতে  দেখা যায় আরভকে ।  আর সেখানেই আরভের সঙ্গে এক রহস্যময়ী তরুণীকে দেখা যায় ।  সকলে ধারণা করছে , সে আরভের সঙ্গিনী। আবার কেউ কেউ সন্দেহ করছে  ,  তিনি অক্ষয়ের পরিবারের কোনো সদস্য  ।  বিশেষ করে অক্ষয়ের বোন আলকা ভাটিয়ার কন্যা সিমর ভাটিয়া?

জানা যায় , বলিউড অভিনেতা সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের সঙ্গে ভাল বন্ধুত্ব বেশ সক্ষতার ।  

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরভের চেহারা ও আচার-আচরণে এক বিরাট পরিবর্তন এসেছে ।  সবাই তার মধ্যে রাজেশ খান্নার এক জীবন্ত প্রতিচ্ছবির খুঁজে পাচ্ছেন ।  অনেকেই তার মুখাবয়ব , চোখের ভাষা , হাঁটার ধরন সবকিছুতেই রাজেশ খান্নার ছায়া দেখতে পাচ্ছেন ।  তার এই মিলটাই আরভের জন্য বিশেষ মর্যাদার ।

যদিও আরভ কুমার ভাটিয়া আজকের দিনের তারকাসন্তান ।  তবে তার জীবনযাত্রায় অন্যরকম ব্যক্তিত্বের ছাপ ফুটিয়ে তুলেছেন ।  অভিনয়ের চেয়ে নিজের জীবন নিয়েই  সময় কাটাতে ভালোবাসেন তিনি । কেননা ,  তিনিই তার জীবনের নিয়ন্ত্রক । ফ্যাশনের পিপাসু এবং সাধারণ জীবনযাপনের মানুষ হতে বেশি আগ্রহী তিনি ।

অক্ষয় কুমারের ছেলে হওয়ার পরও যে তিনি অন্যরকম পথ বেছে নিয়েছেন সেটি তার পিতামাতার প্রতি শ্রদ্ধার নিদর্শন । যেখানে তিনি পুরোপুরি স্বাধীনতা পেয়ে নিজের মতো  এগিয়ে চলেছেন । রাজেশ খান্না, অক্ষয় কুমার, টুইঙ্কল খান্না এরা সবাই যেখানে বলিউডের তুমুল তারকা ,  সেখানে আরভ কুমার ভাটিয়া নিজের শর্তে জীবন কাটানোর সিদ্ধান্তে অটুট। 

অবশ্য ভবিষ্যতে বলিউডে তার পদচারণা ঘটবে কি না, সেটি সময়ই বলে দিবে ।  তবে বর্তমানে তিনি শুধু একজন তারকা সন্তানই নন বরং , একজন বিশ্বস্ত সংগ্রামী ।  যে নিজের জীবন সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন সে সিদ্ধান্ত নিজেই নিয়েছেন।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন