ছাত্রদল নেতা হত্যা, জেলা যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক কবির হোসেন হত্যার মামলার আসামী ও এনায়েতপুর থানা যুবদলের আহবায়ক জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াসদানি জানান সোমবার রাতে র্যাব সদস্যরা যুবদল নেতা জহুরুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করে আজ বেলা ১১টার দিকে এনায়েতপুর থানায় হস্তান্তর করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর ১০ নং আসামী জাবেদ শেখ এলাকায় এসে মামলার আসামীদের সাথে নিয়ে এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি,মাস্তানি, যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে অর্থ উপার্জন করে আসছে।
এতে বিএনপির ভাবমুর্তি নষ্ট হওয়ায় এসব অপকর্ম বন্ধ করার জন সাবেক ছাত্রদল নেতা কবির হোসেন আসামীদের নিষেধ করেন। এতে আসামীরা ক্ষিপ্ত হয়ে কবিরকে হুমকি প্রদান করে।
গত ১৮ মার্চ ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরনে এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। আসামীরাও একই স্থানে পাল্টা ইফতার মাহফিল আয়োজন করে।
পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ইফতার মাহফিলের স্থান করোনা বাজারে স্থানান্তরিত করা হয়। এসময় কবিরসহ ছাত্রদলের অন্যান্য নেতারা ইফতার মাহফিলের প্যান্ডেল সহ অন্যান্য সামগ্রী সরাইতে গেলে আসামীরা বাঁধা দেয়।
এর জেরে আসামীরা দেশীয় অস্ত্র, লাঠি সোটা নিয়ে হামলা করলে ছাত্রদল নেতা কবির হোসেন সহ অন্তত ৭ জন আহত হয়। গুরুতর আহত ছাত্রদল নেতাকে আশংকাজনকে অবস্থায় প্রথমে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার এ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ মার্চ সন্ধ্যায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত ছাত্রদল নেতার ভাই বাদী হয়ে এনায়েতপুর মামলা দায়ের করেন।
আই/এ