আন্তর্জাতিক

ইরান পারমাণবিক কর্মসূচি না থামালে শুরু হবে যুদ্ধ, হুঁশিয়ারি ট্রাম্পের

ছবি: সংগৃহীত

পারমাণবিক কর্মসূচি বন্ধ না করলে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে সামরিক হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে পরমাণ অস্ত্রের চিন্তাও দূর করতে হবে বলে জানিয়েছেন ট্রাম্প। খবর রয়টার্স

সোমবার (১৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘ইরানকে পারমাণবিক অস্ত্রের চিন্তাও বাদ দিতে হবে। তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না।’

এই বক্তব্য ট্রাম্প দিলেন এমন এক সময়ে, যখন ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পরোক্ষ সংলাপ চলছে। যদিও উভয় পক্ষই সেই আলোচনা ‘গঠনমূলক’ ও ‘ইতিবাচক’ বলছে। তবে ট্রাম্পের মতে, ইরান শুধু সময় নষ্ট করছে, আলোচনায় কোনো বাস্তব অগ্রগতি হচ্ছে না।

ওমানে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা আলোচনায় অংশ নেন। চলতি সপ্তাহের শেষ দিকে আবারও বৈঠকে বসার কথা রয়েছে।

সূত্র জানিয়েছে, এই আলোচনাগুলো এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং উভয় পক্ষ একটি সম্ভাব্য চুক্তির রূপরেখা তৈরির চেষ্টা করছে। 

তবে ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছে, ‘চুক্তি যাই হোক, ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সম্পূর্ণভাবে সরে আসতে হবে।’

ট্রাম্পের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, আর তাই জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া দরকার।

প্রসঙ্গত, ২০১৫ সালে বারাক ওবামা প্রশাসনের সময় ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হয়েছিল, যা ট্রাম্প ক্ষমতায় এসেই বাতিল করেন। বাইডেন প্রশাসন সেই আলোচনা পুনরায় শুরু করলেও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন