আন্তর্জাতিক

ইরানে ৮ পাকিস্তানিকে গুলি করে হত্যা, জবাব চাইলো ইসলামাবাদ

ইরানের সিস্তান বালুচেস্তান প্রদেশে গুলিতে ৮ পাকিস্তানি শ্রমিক নিহতের পর তেহরানকে যথাযথ তদন্ত করার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।   

গেলো শনিবার সিস্তান বালুচেস্তান প্রদেশের মেহরেস্তান কাউন্টির একটি ওয়ার্কশপে বন্দুকধারীরা হামলা চালালে নিহত হয় ৮ পাকিস্তানি শ্রমিক। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ সীমান্ত থেকে ঘটনাস্থলের দূরত্ব ২৩০ কিলোমিটার। এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন বেলুচ ন্যাশনালিস্ট আর্মি (বিএনএ)।

ইরানের সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে কাজ করতে আসা এসব শ্রমিককে হাত পা বেঁধে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর পাকিস্তান ও ইরান উভয় দেশই ঘটনাটির নিন্দা জানিয়েছে।

পাকিস্তানে থাকা ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদাম বলেন, গোটা অঞ্চলজুড়ে সন্ত্রাসবাদ একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর তেহরানে থাকা পাকিস্তানের দূত মুদাসসির টিপু এক বিবৃতিতে জানায়, ঘটনাটি তদন্তের জন্য দুই দেশ একসঙ্গে কাজ করছে।

 

এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন