আন্তর্জাতিক

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভের জেরে চার বিদেশি শিক্ষার্থীকে বিতাড়নের নির্দেশ জার্মানির

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ করায় ফিলিস্তিনপন্থী চার বিদেশি শিক্ষার্থীকে বিতাড়নের নির্দেশ দিয়েছে জার্মান সরকার। কয়েক মাস আগে বার্লিনের একটি বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে তারা অংশ নিয়েছিলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, ফিলিস্তিনপন্থী এই চার বিক্ষোভকারী হলেন-মার্কিন নাগরিক কুপার লংবটম, পোল্যান্ডের নাগরিক কাসা ব্লেচেক এবং দুই আইরিশ নাগরিক শেন ও’ব্রায়ান  এবং  রবার্টা মারে। 

আসছে ২১ এপ্রিলের মধ্যে তাদের জার্মানি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, নতুবা তাঁদের জোর করে বিতাড়ন করা হবে বলেও জানানো হয়েছে।

এর আগে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশগ্রহণের কারণে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হয়েছিলো ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিল। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী এই শিক্ষার্থী কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। মার্কিন অভিবাসন আদালতের এক বিচারক জানিয়েছেন, তাকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা হতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন