বিশ্বজুড়ে নিষিদ্ধ হচ্ছে ইসরাইলি নাগরিক!

গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে সোচ্চার হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। আর এই তালিকায় নতুন করে যুক্ত হলো মালদ্বীপ। ইসরাইলি নাগরিকদের নিষিদ্ধ করে মঙ্গলবার দেশটির পার্লামেন্ট একটি আইন পাস করেছে। এই আইনে কোন ইসরাইলি নাগরিক পর্যটননির্ভর দেশটিতে প্রবেশ করতে পারবে না।
মঙ্গলবার মালদ্বীপের সংসদে আইনটি পাসের পরপরই তাতে স্বাক্ষর করেছে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এ বিষয়ে প্রেসিডেন্টের কার্যালয় জানায়, নতুন আইনটির অনুমোদন ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের বর্বরতা এবং গণহত্যার বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করে।
মালদ্বীপের এই সিদ্ধান্তের কয়েক দিন আগেই বাংলাদেশ ইসরাইলের বিরুদ্ধে এক যুগান্তকারী পদক্ষেপ নেয়। পাসপোর্টে একসেপ্ট ইসরাইল বা ইসরাইল ব্যতীত শর্ত পুনরায় বহাল করে ঢাকা।
বাংলাদেশের পাসপোর্টে আগে লেখা থাকতো, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরাইল। অর্থাৎ এই পাসপোর্ট ইসরাইল ব্যতীত পৃথিবীর সব দেশের জন্য বৈধ।
কিন্তু ২০২০ সালে আওয়ামী লীগ সরকার দেশে নতুন ই-পাসপোর্টে এই বাক্যটি পরিবর্তন করে লিখে, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিস অব দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ এক্সেপ্ট ইসরাইল শব্দ দুটি বাদ দেওয়া হয়।
এনএস/