বিনোদন

‘বিছানায় যাওয়ার আগেই রাগ মিটিয়ে নিতে হবে’ কেন এই শর্ত অভিষেক-ঐশ্বরিয়ার

ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম আইকনিক দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন।  একে অপরের সঙ্গে তাদের প্রেমের গল্প, বিয়ে এবং জীবনের নানা ওঠাপড়ায় ভরা।  ২০০৭ সালে বিয়ের পর থেকেই তাদের সম্পর্কের বিভিন্ন দিক সবার নজরে এসেছে।  তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো তারা জানিয়ে দিয়েছিলেন, তাদের জীবনে এমন কোনো দিন নেই, যখন তাদের মধ্যে কোনো ঝগড়া হয় না।

হ্যাঁ, আমরা প্রতিদিনই ঝগড়া করি এমনটাই প্রকাশ্যে জানিয়েছিলেন ঐশ্বরিয়া।  তবে অভিষেক কিছুটা নিরেটভাবে বলেছিলেন , এটা আসলে ঝগড়া নয় এটা আমাদের মধ্যে স্বাস্থ্যকর তর্ক।  আমরা একে অপরের মতামত জানাই ।  আর যদি তা না হতো তাহলে সম্পর্কের মধ্যে একঘেয়েমি চলে আসত।

কিন্তু কিভাবে এত ঝগড়া সত্ত্বেও তাদের সম্পর্ক এখনও উজ্জ্বল? সেই উত্তর লুকিয়ে রয়েছে তাদের দাম্পত্য জীবনের এক অদ্ভুত নিয়মে। অভিষেক ও ঐশ্বরিয়া বিশ্বাস করেন, বিছানায় যাওয়ার আগে সব কিছু মিটিয়ে ফেলতে হবে।  অর্থাৎ , তাদের নিয়ম হলো কোনো রকম রাগ বা অশান্তি নিয়ে একে অপরের সঙ্গে ঘুমোতে যাওয়াও নিষিদ্ধ। 

এটি তাদের সম্পর্কের এক বিশেষ সুতোর মতো ।  যতক্ষণ না ঝগড়ার বিষয় মিটিয়ে ফেলা হয় , ততক্ষণ শান্তিতে ঘুমোতে পারেন না তারা। অভিষেক জানান , যত দ্রুত সম্ভব আমরা একে অপরের সঙ্গে বসে সবকিছু মিটমাট করি।  কারণ দিনশেষে ঘরে এসে আমাদের শান্তি প্রয়োজন। 

অভিষেককে এক সাক্ষাৎকারে যখন প্রশ্ন করা হয়েছিল, ঝগড়া হলে কে আগে ক্ষমা চায়? তখন তিনি মুচকি হাসি দিয়ে বলেন , আমি আগে ক্ষমা চাই। মহিলারা সাধারণত আগে ক্ষমা চান না , তবে আমাদের সম্পর্কের মধ্যে এটা একটা নিয়ম।  আমরা মিটমাট না করে ঘুমাতে যাই না।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন