ক্যাম্পাস

পারভেজ হত্যার ঘটনায় সেই ২ ছাত্রীকে সাময়িক বহিষ্কার

রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ইউনিভার্সিটি অব স্কলার্স কর্তৃপক্ষ তাদের দুই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পারভেজের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) ইউনিভার্সিটির রেজিস্ট্রার ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। বহিষ্কৃত দুই ছাত্রী হলেন- ব্যবসায় প্রশাসন বিভাগের ফাতেমা তাহসিন ঐশী (আইডি: ২৪১০৫০০১৩) এবং ইংরেজি বিভাগের ফারিয়া হক টিনা (আইডি: ২৪১০৪০০৪৮)।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পারভেজ হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে গঠিত অভ্যন্তরীণ তদন্ত কমিটি প্রাথমিকভাবে দুই শিক্ষার্থীর সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়ায় তাদের ছাত্রত্ব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশি প্রতিবেদন কিংবা চূড়ান্ত তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

রেজিস্ট্রার মোবাশ্বের আলী জানান, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় থেকে অভিযুক্ত দুই ছাত্রীর বিষয়ে একটি চিঠি পাওয়ার পরই প্রাথমিক তদন্তের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে ছাত্রত্ব বাতিলসহ কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বহিষ্কৃত দুই শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সফল হয়নি। ফলে তদন্ত কমিটি তাদের কোনো বক্তব্য পায়নি।

গত ১৯ এপ্রিল বিকেলে মিডটার্ম পরীক্ষা শেষে পারভেজ তার বন্ধুদের সঙ্গে বনানীতে বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশে পুরি-শিঙাড়ার দোকানে দাঁড়িয়ে হাসাহাসি করছিলেন। সেই সময় ইউনিভার্সিটি অব স্কলার্সের ঐ দুই ছাত্রী ও তাদের সঙ্গে থাকা প্রাইমএশিয়ার কয়েকজন শিক্ষার্থী তাদের দিকে তাকিয়ে হাসাহাসির বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। এতে উভয়পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি আপাতভাবে মীমাংসা করে দেয়।

তবে ঘটনার পর বান্ধবীদের কাছে ‘ক্ষমতা ও আধিপত্য’ দেখানোর জন্য অভিযুক্তরা বনানীর হাজারীবাগ এলাকার কয়েকজন যুবক ও কিশোর গ্যাং সদস্যদের ডেকে নিয়ে এসে পারভেজের ওপর হামলা চালায়। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় পারভেজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পারভেজের বড় ভাই হুমায়ুন কবির বনানী থানায় মামলা করেন। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, হামলায় ১৫-২০ জন অংশ নেয়, যাদের মধ্যে কয়েকজন কিশোর গ্যাং সদস্যও রয়েছে। এখন পর্যন্ত ১১ জনের নাম পাওয়া গেছে এবং তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তারা সাতদিনের রিমান্ডে রয়েছে।

এদিকে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. রায়হানা বেগম জানিয়েছেন, পারভেজের পরিবারের পাশে থাকবে বিশ্ববিদ্যালয় এবং এই হত্যাকাণ্ডে যেসব শিক্ষার্থী সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন