জাতীয়

ছুটি নিয়ে সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য

আসছে মে মাসের শুরুতে টানা তিন দিনের ছুটি উপভোগ করতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১ মে বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস বা ‘মে দিবস’-এ সাধারণ ছুটি থাকবে। এরপর ২ ও ৩ মে যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।

ফলে ১ মে থেকে শুরু করে টানা তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা।

প্রতি বছর ১ মে বিশ্বব্যাপী ‘মে দিবস’ উদযাপিত হয়। এটি মূলত আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের প্রতীকী দিন। এ দিনটিতে বিশ্বের নানা দেশে শ্রমজীবী মানুষ মিছিল, শোভাযাত্রা এবং নানা কর্মসূচির মাধ্যমে তাদের অধিকার ও দাবি তুলে ধরেন।

বাংলাদেশসহ প্রায় ৮০টি দেশে ১ মে জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয়। 

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন