বিনোদন

বিয়ের গুঞ্জন এখনও চূড়ান্ত হয়নি, জানালেন বনি সেনগুপ্ত

ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায় ।  যাদের রিল ও রিয়েল লাইফের সম্পর্ক দর্শকদের মধ্যে একটি আলোচিত বিষয়। সম্প্রতি তাদের বিয়ে নিয়ে শোনা যাচ্ছে গুঞ্জন ।  তবে বনি সেনগুপ্ত নিজের মুখে গণমাধ্যমকে জানান , বিয়ের কোনো চূড়ান্ত পরিকল্পনা এখনো হয়নি।  তিনি আরও বলেন , এখনো কিছু নিশ্চিত হয়নি।

এই খবরের কেন্দ্রবিন্দুতে আছেন বনি সেনগুপ্ত আর কৌশানি মুখোপাধ্যায়। যাদের ২০১৪ সালের সিনেমা ‘বরবাদ’ থেকে সম্পর্কের শুরু ।  এরপর তারা একাধিক সফল সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন।  বর্তমানে তাদের এই সম্পর্ক শুধু রিল লাইফে নয় , রিয়েল লাইফেও বেশ আলোচিত।

কৌশানি যেখানে মূলধারার সিনেমায় কাজের পাশাপাশি অন্যধারার ছবিতেও সাবলীলভাবে কাজ করছেন , তবে বনি মূলত বাণিজ্যিক ছবিতেই বেশি সক্রিয়।  তারা একে অপরের সহযোগী হিসেবে দুজনে একটি প্রযোজনা সংস্থাও শুরু করেছেন।

এই মন্তব্যের সময় বনি সেনগুপ্ত তার সাক্ষাৎকারে বলেন , আমরা এখন খুবই ব্যস্ত।  আমি সম্প্রতি নতুন একটি ফ্ল্যাট বুক করেছি , সেটি শেষ হলে বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেব।  কৌশানির সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এটি ছিল তার করা মন্তব্য।  তাদের সম্পর্কের মধ্যে কাজের চাপ এবং ব্যবসায়িক পরিকল্পনার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও একে অপরের পাশে থাকার দৃঢ়তা রয়েছে।

বনি জানান , এ বছর বিয়ের কোনো পরিকল্পনা নেই তবে পরবর্তী বছর বিয়ে করার পরিকল্পনা থাকতে পারে।  বর্তমানে আমাদের দুজনেরই কাজের চাপ বেশ বেশি এবং আমি আমার নতুন ফ্ল্যাটের কাজ শেষ হওয়ার পর বিয়ের কথা নিয়ে ভাবব। তিনি জানান , আমরা কখনোই বিয়ে নিয়ে নির্দিষ্ট কোনো আলোচনা করিনি তবুও কেনো যে এই ধরনের গুঞ্জন চলে আসছে।

বনি এবং কৌশানি উভয়েই বর্তমানে অতিরিক্ত কাজের চাপের মধ্যে রয়েছেন।  সম্প্রতি বনি ওড়িশ্যা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন ।  তার অভিনীত ছবি “আজিরা রেবতি” মুক্তি পেয়েছে , যা সকলের কাছে প্রশংসিত হয়েছে। তাছাড়া ঈদ উপলক্ষে এই বছরই তার অভিনীত ছবি “হাঙ্গামা ডট কম” মুক্তি পেয়েছে।

বনি এবং কৌশানি তাদের প্রযোজনা সংস্থায় দুজনেই ভিন্ন ভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছেন।  এসব কারণে বিয়ে নিয়ে কোনো আলাপ-আলোচনা এখনো হয়নি।

বনি আরও বলেন , আমার কাছে শুধু একটাই প্রশ্ন মনে হতো , এই গুঞ্জন এত তাড়াতাড়ি কিভাবে ছড়িয়ে গেল।  আমি শুধু এক সাক্ষাৎকারে বলেছিলাম , এই বছর বিয়ে করা সম্ভব না ।  কারণ , আমাদের কাজের চাপ অনেক বেশি।  নতুন ফ্ল্যাটও তৈরি করতে হবে।  তবে পরের বছর বিয়ে নিয়ে পরিকল্পনা করা হতে পারে।  বিয়ে নিয়ে আমাদের মধ্যে এখনো কোনো আলোচনা হয়নি।  তবুও বিয়ের খবর রটেছে।  আমরা এখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিইনি।

বনি এবং কৌশানির সম্পর্ক শুধু পর্দায় নয় , বাস্তব জীবনেও বেশ ভালোভাবে পরিণত হয়েছে।  তাদের মধ্যে নিখুঁত বোঝাপড়া এবং একে অপরকে সহযোগিতা করার দৃঢ়তা রয়েছে।  তবে বিয়ে নিয়ে এখনো কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি।  কাজের চাপ এবং নতুন ফ্ল্যাটের কাজ শেষ করার পর বিয়ে নিয়ে চিন্তা করা হবে।  বনি-কৌশানি জুটির ভক্তরা এখনও অপেক্ষা করছেন এই তারকা জুটির আগামী সিদ্ধান্তের জন্য।

 

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন