জাতীয়

টিউলিপ ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে : দুদক কমিশনার

টিউলিপ সিদ্দিকীকে বাংলাদেশের নাগরিক হিসেবে বিচারের মুখোমুখি করা হবে বলেছেন দুদক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ। 

মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

তিনি বলেন, শেখ হাসিনা ও তার পরিবারের সকল সদস্যদের দেশে ফিরিয়ে আনতে দুদক কার্যক্রম শুরু করেছে। 

উল্লেখ্য, গেলো বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের দেশ ছেড়ে পালিয়ে যায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়।

এসব মামলায় আদালত বিভিন্ন সময়ে অনেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সবশেষ, নির্বাচন কমিশন (ইসি) শেখ হাসিনা ও তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ‘লক’ করে দেয়।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন