দেশজুড়ে

খুলনায় গুলি করে ব্যবসায়ীকে হত্যা

ছবি: সংগৃহীত

খুলনায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।  মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে ফুলতলা উপজেলার পিপরাইল গ্রামে এ ঘটনা ঘটে।  ঘটনাটি নিশ্চিত করেছেন খুলনার ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন।  

নিহত ব্যবসায়ীর নাম সুমন মোল্লা (২৮)।  

স্থানীয়দের বরাতে জানা গেছে , সুমন জামিরা বাজারে তার নিজস্ব একটি দোকান চালাতেন।  দুপুরে তিনি দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।  পিপরাইল গ্রামের একটি গলিতে তিনজন অজ্ঞাতনামা ব্যক্তি খুব কাছ থেকে তাঁর মাথায় গুলি করে পালিয়ে যায়। 

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জেল্লাল হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।  দুর্বৃত্তরা সুমনকে লক্ষ্য করে গুলি করেছে।  তবে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেলে পাঠানো হয়েছে।  ঘটনার পেছনে কোনো শত্রুতা বা আর্থিক দ্বন্দ্ব ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন