আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় গাজায় আরও ৩২ জন নিহত

ছবি: সংগৃহীত

গাজায় আবারও ভয়াবহ রূপ নিয়েছে ইসরাইলের সামরিক আগ্রাসন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন আরও ৩২ নিরপরাধ ফিলিস্তিনি। একইসঙ্গে আহত হয়েছেন অন্তত ৬০ জন। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ২৬৬ জনে, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

বুধবার (২৩ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি বাহিনী এখনো গাজায় নির্বিচারে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে। গাজার আল ডোরা শিশু হাসপাতালেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আরও জানানো হয়, এ পর্যন্ত আহত হয়েছেন মোট ১ লাখ ১৬ হাজার ৯৯১ জন ফিলিস্তিনি।

২০২৪ সালের ১৮ মার্চ থেকে গাজায় আবারও নতুন করে ইসরাইলি হামলা শুরু হয়। এই নতুন দফার আগ্রাসনে ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন প্রায় ১ হাজার ৯০০ ফিলিস্তিনি ও আহত হয়েছেন আরও ৪ হাজার ৯৫০ জন। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক চাপের মুখে ইসরাইল একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়। এতে দুই মাসের মতো গাজায় শান্তি বিরাজ করলেও মার্চের তৃতীয় সপ্তাহে হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে ইসরাইল ফের আগ্রাসন শুরু করে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন