নিজের ‘মৃত্যুতে ’চোখ ভিজেছে সুস্মিতারও

আমরা আবারও নতুনভাবে প্রেম করব,আবারও নতুন রূপে দেখা যাবে আমাদের। ছোটপর্দার একদম জনপ্রিয় জুটি সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে। ‘কথা’ ধারাবাহিকের শুরুর দিকে যেখানে চরিত্র কথার মৃত্যু ছিল এক হৃদয়বিদারক ঘটনা। সেখান থেকেই উঠে এসেছে এক নতুন রূপ , এক নতুন প্রেম। কিন্তু গল্প কি শুধু এখানেই থেমে থাকবে?
কথার এই বিস্ফোরণ ‘এভি’ (সাহেব) এর কান্না দর্শকরা কল্পনাও করতে পারেননি , যে দৃশ্যটি এতটা বাস্তব ও আবেগপূর্ণ হয়ে উঠবে। সেটে তাদের সেই কান্না দেখে উপস্থিত সকলেই চোখের পানি ধরে রাখতে পারেননি। এমনকি সাহেব নিজেও জানিয়েছেন , সত্যিকারের কেঁদেছি। সেই কষ্টে গলা বসে গিয়েছে। চিৎকারও করেছি।
এটা শুধু অভিনয় নয় ,তবে একেবারে সত্যিকারের অনুভূতি ছিল । সুস্মিতা দে তার সাথে মিলিয়ে আরও বলেন , নিজের মৃত্যুদৃশ্য দেখতে কী যে খারাপ লাগে! আমিও কেঁদে ফেলেছি সেই সেটে,কিন্তু বাস্তবে তো আমি বেঁচে আছি। ‘কথা’ আর ‘এভি’ জুটির কান্নার মধ্যে প্রেমের অম্ল-মধুর স্মৃতি দর্শকদের মনে অবশ্যই থেকে যাবে।
এবার গল্পের মোড় ঘুরেছে । কারণ কথার মৃত্যু ঘটেছে , আর তার জায়গায় এসেছে নতুন চরিত্র ‘বুলি’। এক যাযাবর মেয়ে । যাকে দেখলে মনে হবে যেন ছোট পর্দার শ্রীদেবী বা মাধুরী দীক্ষিতের ছায়া। পরনে ঘাঘরা , মাথায় উঁচু করে বাঁধা চুল , হাতে কাচের চুড়ি। সব মিলিয়ে এক নয়া লুক। সুস্মিতা বললেন , একই ধারাবাহিকে নতুন চরিত্রে অভিনয় করার এটা একটা সুযোগ। আর বড় পর্দার নায়িকাদের মতো সাজে অভিনয় করতে পারছি এটা আমার জন্য এক অন্যরকম অভিজ্ঞতা।
ইতোমধ্যে শুটিংও শুরু করেছেন সুস্মিতা । তবে নতুন রূপে দর্শকদের সাড়া পাওয়ার অপেক্ষাও করছেন তিনি।
অন্যদিকে ‘এভি’র চরিত্রেও আসছে পরিবর্তন। কথার মৃত্যু , পর্দায় শোক। এভি তার জীবন একেবারে গুটিয়ে নেবে। আত্মবিশ্বাস হারাবে , ডুবে যাবে নেশায়। কিন্তু গল্পের প্রেম তো কখনও মরে না। ‘এভি’ ও ‘কথা’ জুটির মধ্যে নতুন করে প্রেমের অঙ্কের সূচনা হবে , নতুন আঙ্গিকে, নতুন গতিতে।
ধারাবাহিকের এই পরিবর্তন বিশেষ করে ‘কথা’ ও ‘এভি’ জুটির অবসান , অনেকেই মেনে নিতে পারছেন না। তবে সাহেব ও সুস্মিতা একসাথে জানালেন , “আমরা জানি, দর্শকরা আমাদের কখনও ফেলে দিতে পারবে না। ওরা আমাদের ভালোবাসবেন, বিশ্বাস রাখবেন। আমরা সেই বিশ্বাস নিয়েই এগোচ্ছি।
দর্শকদের থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন সাহেব-সুস্মিতা । আর সেই সাড়া দেখে আশাবাদী তারা। কেননা , নতুন চরিত্র আর নতুন প্রেমের গল্পে দর্শক তাদের আগের মতোই ভালোবাসা দেবেন।
এসকে//