আন্তর্জাতিক

কাশ্মীরে বন্দুক হামলা : সৌদি সফর কাঁটছাঁট করে দেশে ফিরলেন মোদি

কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুক হামলার পরই সৌদি আরব সফর কাঁটছাঁট করে বুধবার সকালে ভারতে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লি বিমানবন্দরে নেমেই কাশ্মীরের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন তিনি। সেই বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং অন্যান্য কর্মকর্তরা।

মঙ্গলবার সকালে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছিলেন মোদি। মঙ্গলবার রাতে সৌদির রাজার নৈশভোজ অনুষ্ঠানে যোগ না দিয়েই নয়াদিল্লির বিমান ধরেন মোদি। মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রনালয়ের মুখপাত্র রণধীর বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিমাধ্যমে তিনি লেখেন, “সৌদি আরব সফর শেষ করে ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী।

কাশ্মীরে হামলার খবর পেয়েই সৌদি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাশ্মীরে যাওয়ার নির্দেশ দেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে মঙ্গলবার রাতেই শ্রীনগরে পৌঁছে সেনা, আধাসেনা, পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন শাহ। আজ বুধবার তিনি পহেলগাঁও যাবেন।

ভরতের জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। আহতদের সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে সরিয়ে নেয়া হয়।

সৌদি থেকেই মোদি এক্সে লেখেন, ‘জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে এই জঙ্গিহানার তীব্র নিন্দা করছি। যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের সমবেদনা জানাই। প্রার্থনা করি, আহতেরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। সব রকমের সাহায্য করা হবে।’ তার পরেই প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন জঙ্গিদের। ‘এই জঘন্য অপরাধের নেপথ্যে যারা রয়েছে, তাদের রেয়াত করা হবে না! তাঁদের অশুভ লক্ষ্য চরিতার্থ হবে না। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের পণ দৃঢ়। এটা আরও কঠিন হবে।’

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন