জাতীয়

আলেমদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে : আইন উপদেষ্টা

ছবি: সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ইসলামপন্থী আলেম-ওলামাদের বিরুদ্ধে ব্যাপকভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছিল।

বুধবার (২৩ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক  পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে ড. আসিফ নজরুল লেখেন, ‘ইসলাম বিদ্বেষী হাসিনা সরকারের আমলে আলেম-ওলামাদের উপর নানাভাবে নির্যাতন ও হয়রানি চালানো হয়েছে। এর অন্যতম একটি পদ্ধতি ছিল ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের।’

তিনি জানান, কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা তার সঙ্গে সাক্ষাৎ করে এসব মামলার একটি তালিকা জমা দিয়েছেন।

উপদেষ্টা আরও বলেন, ‘উনাদের দেয়া মামলার তালিকা অনুযায়ী, যেসব মামলা স্পষ্টভাবে রাজনৈতিক হয়রানিমূলক, সেগুলোর প্রত্যাহারের উদ্যোগ নেয়া হচ্ছে।’

ড. আসিফ নজরুল আরও জানান, হেফাজত নেতারা ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবীর বিষয়ে সহযোগিতা চেয়েছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ফারাবীর মামলাটি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন। আমরা অ্যাটর্নি জেনারেল অফিসকে বলেছি যেন ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। দোয়া করবেন, যেন সকল মজলুম মানুষের জন্য কাজ করতে পারি।’

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন