মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রা ছাড়ছেন তারকারা!

বলিউডের বেশিরভাগ তারকাদের অভিজাত আবাসস্থল বান্দ্রা। বলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেতা আমির খান। এবার এক নতুন ঠিকানায় চলে গেছেন তিনি। বহু বছর ধরে তিনি সেখানেই ছিল। কিন্তু সম্প্রতি সাইফ আলি খান ও কারিনা কাপূরের বাড়িতে দুষ্কৃতী হামলা থেকে শুরু করে পুনম ঢিঁল্লোঁর বাড়িতে চুরির মতো ঘটনা। অনেক তারকা প্রশ্ন তুলতে শুরু করেছেন তবে কি আর বান্দ্রা আগের মতো নিরাপদ নেই!
এমন সময়ে যেখানে শাহরুখ খানও নিজের মান্নাত ছেড়ে পালি হিলের এক বিলাসবহুল আবাসনে পরিবার নিয়ে উঠেছেন। সেখানে আমির খানও বান্দ্রায় নিজের আবাসন ছেড়ে এক নতুন গন্তব্য বেছে নিলেন।
আমির খান আগে বান্দ্রার ভার্গো কোঅপারেটিভ সোসাইটিতে থাকতেন। তবে এখন সেখানে একটি বিলাসবহুল রিয়েল এস্টেট প্রকল্প তৈরি হচ্ছে। ওই প্রকল্পে গগনচুম্বী সব বহুতল , সমুদ্রের দিকে মুখ করা ফ্ল্যাট এবং অন্যান্য অত্যাধুনিক সুবিধার সম্ভার থাকবে। এই আবাসনের ফলে সেখানে দামও ব্যাপকভাবে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সেখানে প্রতি বর্গফুটের দাম প্রায় ১ লাখ টাকা হতে চলেছে।
এই পরিবর্তনের সঙ্গে আমির খানও তার পুরোনো বাড়ি ছেড়ে নতুন আবাসনে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন । তার এই নতুন আবাসনটি পালি হিলের এক অভিজাত এলাকাতে অবস্থিত। যেখানে প্রায় ১০০০ বর্গফুটের একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাটটির দাম প্রায় ৯ কোটি টাকা। এই ফ্ল্যাটটি তাকে শান্তিপূর্ণ নতুন জীবনযাপনের সুযোগ দেবে।
এসকে//