ক্রিকেট

জিম্বাবুয়েকে ১৭৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৭৯.২ ওভারে ২৫৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ফলে ১৭৩ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।  মধ্যাহ্নভোজন বিরতির আগে ১ ওভার ব্যাটিং করেছে জিম্বাবুয়ে। তাতে বিনা উইকেটে ৪ রান তুলেছে সফরকারীরা।

তৃতীয় দিন ১৫৭ রানে ৪ উইকেট হারিয়ে দিন শেষ করেছিলো বাংলাদেশ।  বুধবার (২৩ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাত্র ৬১ রান যোগ করতেই বাংলাদেশ হারিয়ে ফেলে বাকি ৬ টি উইকেট।

আগের দিন ১০৫ বলে ৬০ রান করা নাজমুল হোসেন শান্ত আজ আর রান যোগ করতে পারেননি।  শান্তর বিদায়ের পর জাকেরের সঙ্গে বাংলাদেশের শেষ ভরসা ছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু তিনিও টিকতে পারেননি। এরপর তাইজুল ইসলাম ৩ বলে ১ রান করে রিচার্ড এনগারাভার বলে উইকেটের পেছেন ক্যাচ দেন।

বাংলাদেশের লিডটা একটু বড় করতে ভূমিকা রেখেছেন হাসান মাহমুদ। জাকের আলির সঙ্গে ৯১ বলে ৩৫ রানের জুটিতে ৫৮ বলে ১২ রান করেন তিনি।  কিন্তু হাসান আউট হবার পর পরই টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেওয়া জাকের আউট হন শেষ ব্যাটসম্যান হিসেবে। ৪ চার ও ১ ছক্কায় ১১১ বলে ৫৮ রান করেন জাকের।   

 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৯১ ও ৭৯.২ ওভারে ২৫৫ (নাজমুল ৬০, জাকের ৫৮, মুমিনুল ৪৭, মাহমুদুল ৩৩, হাসান ১২, মিরাজ ১১, সাদমান ৪, মুশফিক ৪, তাইজুল ১; মুজারাবানি ৬/৭২, মাসাকাদজা ২/২০, নিয়াউচি ১/৪২, এনগারাভা ১/৭৪)। 

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৮০.২ ওভারে ২৭৩ (উইলিয়ামস ৫৯, বেনেট ৫৭, মায়াভো ৩৫, এনগারাভা ২৮*; মিরাজ ৫/৫২, নাহিদ ৩/৭৪, খালেদ ১/৩০, হাসান ১/৫৫)।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন