সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে হাইকোর্টে শুনানি শুরু

সংবিধানের ১১৬অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শুরু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হয়।
আদালতে রিটের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বিদ্যমান থাকার কারণে বিচারকদের ভয় দেখিয়ে কাজ করানো হয়। না শুনলে বান্দরবান বদলি করা হয়।
গেলো রোববার (২০ এপ্রিল) সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা নিয়ে রুল শুনানির জন্য বেঞ্চ গঠন করে দিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
এর আগে ২৫ আগস্ট সংবিধানের ১১৬ অনুচ্ছেদের বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর পক্ষে আদালতে এ রিট দায়ের করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
রিট আবেদনকারীরা হলেন- আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন, মো. আসাদ উদ্দিন, মো. মুজাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মো. জহিরুল ইসলাম, শাইখ মাহাদী, মো. মিজানুল হক, আবদুল্লাহ সাদিক, আমিনুল ইসলাম শাকিল ও যায়েদ বিন আমজাদ।
এমএ//