আন্তর্জাতিক

জম্বু-কাশ্মীরে হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার পাকিস্তানের

ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। বুধবার (২৩ এপ্রিল) পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘এ ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা সব ধরনের সন্ত্রাসকে প্রত্যাখ্যান করেন।’

অন্যদিকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এই হামলায় উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পাকিস্তানের এই বক্তব্যে আস্থা রাখতে পারছেন না ভারতীয় নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা।

তিনি বলেন, সংস্থার কর্মকর্তারা মনে করেন পাকিস্তানের এই প্রতিক্রিয়া রাজনৈতিক কৌশল। 

উল্লেখ্য, গেলো মঙ্গলবার (২২ এপ্রিল) জম্মু কাশ্মীরে পেহেলগাম অঞ্চলের অনন্তনাগ জেলায় ভারত শাসিত জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২ বিদেশিসহ ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। হামলাকারীরা সেনাবাহিনীর ছদ্মবেশে একদল পর্যটকের ওপর অতর্কিত আক্রমণ করে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ট্রেকিং অভিযানে অংশ নিতে একটি পর্যটক দল সেখানে গিয়েছিলো। এসময় আচমকা গুলি চালায় অজ্ঞাত অস্ত্রধারীরা।

হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই-তৈয়বার উপধারা হিসেবে পরিচিত ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’।

 

এমএ// 

এ সম্পর্কিত আরও পড়ুন