খেলাধুলা

পরাজয়ের দিনে অনন্য রেকর্ড গড়লেন মিরাজ

ছবি: এএফপি

সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। এই পরাজয়ের দিনে মেহেদী হাসান মিরাজ গড়েছেন রেকর্ড। প্রথম বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ ৩ বার এক টেস্টে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব এখন মিরাজের।

মিরাজের ব্যক্তিগত ঝুলিতে জমেছে আরেকটি রেকর্ড। এই অফ-স্পিনার এখন ২০০ টি টেস্ট উইকেটের মালিক। জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার ফলে তার মোট টেস্ট উইকেটের সংখ্যা এখন ২০০।

নিজের ৫২তম টেস্ট ও ৯১তম ইনিংসে মিরাজ এই মাইলফলক স্পর্শ করলেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ টেস্ট উইকেট সাকিব আল হাসানের, ১২১ ইনিংসে ২৪৬ টি। এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন তাইজুল ইসলাম। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি ২ উইকেট শিকার করেন। তার মোট টেস্ট উইকেট ২১৯ টি। তালিকায় মোহাম্মদ রফিক ১০০ উইকেট, মাশরাফি বিন মুর্তজা আছেন ৭৮ উইকেট নিয়ে।

এর আগে এক টেস্টে সর্বোচ্চ ১০ উইকেট নিয়েছেন সাকিব ও তাইজুল। তারা দুজনেই ২ বার করে এই কীর্তি গড়েছেন। মিরাজ দুই বাংলাদেশি ক্রিকেটারকে পেছনে ফেলে তিনবার ১০ উইকেট নিয়েছেন আজ।

সদ্য শেষ হওয়া টেস্টে প্রথম ইনিংসে ৪২ রানে ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৫৫ রানে ৫ উইকেট শিকার করেন।

 

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন