দেশজুড়ে

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়

পারভেজ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

রাজধানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এ নিয়ে আলোচিত এই হত্যা মামলায় মোট পাঁচ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে। র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত মেহেরাজ ইসলাম ঢাকার বনানী থানার মহাখালী হাজারীবাড়ী এলাকার নুরুল ইসলাম সরদারের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার বলেন, পারভেজ হত্যা মামলার এক নম্বর আসামি মেহেরাজ ইসলামকে র‌্যাব-১ এবং র‌্যাব-১৩ বিশেষ অভিযান পরিচালনা করে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে। তাকে ঢাকায় আনা হচ্ছে।

এর আগে গেলো ১৯ এপ্রিল বিকেলে রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে জাহিদুল ও তার বন্ধু তরিকুল ইসলামের ওপর হামলা চালান। হামলায় গুরুতর আহত পারভেজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনায় জাহিদুলের ফুফাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনের বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন