১৩ মে শুরু হচ্ছে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর

আসছে ১৩ মে মধ্যপ্রাচ্য সফর শুরু করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (২২ এপ্রিল) হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, ১৩ থেকে ১৬ মে পর্যন্ত ট্রাম্প মধ্যপ্রাচ্য থাকবেন।
ক্যারোলিন লেভিট জানান, প্রথমে সৌদি আরব, পরে কাতার ও সবশেষ সংযুক্ত আরব আমিরাত সফর করবেন তিনি।
হোয়াইট হাউসের মুখপাত্র আরও বলেন, মধ্যপ্রাচ্যে সফরের আগে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে শুক্রবার (২৫ এপ্রিল) রোম যাবেন ট্রাম্প।
এর আগে ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ ২০১৭ সালের মে মাসে মধ্যপ্রাচ্য সফর করেছিলেন। এই সফরের অংশ হিসেবে তিনি সৌদি আরবে রিয়াদে অনুষ্ঠিত একটি শীর্ষ সম্মেলনে অংশ নেন, যেখানে তিনি মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে বৈঠক করেন।
এরপর, ট্রাম্প ইসরাইল ও ফিলিস্তিনি অঞ্চল সফর করেন, যেখানে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেন।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই হবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম বিদেশ সফর।
এমএ//