আন্তর্জাতিক

গাজায় পোলিও টিকার অভাবে স্বাস্থ্য ঝুঁকিতে ৬ লাখের বেশি শিশু

ছবি: আনাদোলু

গাজায় মানবিক সহায়তা ও প্রয়োজনীয় সামগ্রীর প্রবেশে বাধা সৃষ্টি করছে দখলদার ইসরাইল। এ কারণে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে গাজার লক্ষাধিক শিশু।

মঙ্গলবার (২২ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, দখলদার ইসরাইলের বাঁধায় গাজায় পোলিও টিকাদানের চতুর্থ ধাপ চালু করা সম্ভব হয়নি। 

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, টিকা সরবরাহ করতে না পারলে ৬ লাখ ২ হাজারেরও বেশি শিশু চিরতরে পক্ষাঘাতগ্রস্ত হতে পারে। 

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, বর্তমানে গাজার শিশুরা নজিরবিহীন ও ভয়াবহ স্বাস্থ্য সংকটে রয়েছে। সেখানে পুষ্টিকর খাদ্য, নিরাপদ পানি এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবার চরম ঘাটতি দেখা দিয়েছে।

এর আগে ২০২৪ সালের আগস্টে গাজায় প্রথমবারের মতো ১০ মাস বয়সী এক শিশুর দেহে পোলিও ভাইরাস শনাক্ত হয়। এরপরই জরুরি ভিত্তিতে শুরু হয় ব্যাপক টিকাদান কর্মসূচি। 

তিন ধাপে পরিচালিত এই কর্মসূচিতে প্রথমে ৫ লাখ ৬০ হাজার, দ্বিতীয় ধাপে ৫ লাখ ৫৬ হাজার ৭৭৪ এবং তৃতীয় ধাপে আরও ৫ লাখ ৯০ হাজার শিশুকে টিকা দেওয়া হয়।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন