বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না? শান্ত'র প্রশ্ন

ক্রিকেটারদের ম্যাচ ফি ও বেতন গ্রেডে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেতন ও ম্যাচ ফি দুটোই বেড়েছে আগের চেয়ে। বুধবার (২৩ এপ্রিল) জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্ট হারের পর সংবাদ সম্মেলনে এসব নিয়েও কথা উঠেছে। যেখানে নাজমুল হোসেন শান্ত কিছুটা বিরক্তিই প্রকাশ করেছেন।
সাংবাদিকদের থেকে একটি প্রশ্ন ছিল বিদেশি কোচিং স্টাফ ও সুযোগ-সুবিধা থাকার পরও পারফরম্যান্সের জন্য আর কী দরকার? এই প্রশ্নের মধ্যেই থামিয়ে দিয়েছেন শান্ত।
এরপর তিনি জানতে চান, ‘বেতন বাড়াতে মনে হয় আপনারা খুশি না?’
এরপর উত্তর দেন, ‘আমার মনে হয় অনেক দিন পর ম্যাচ ফি বেড়েছে। বোর্ড সাহায্য করেছে, এটা অবশ্যই অ্যাপ্রিশিয়েট করার মতো বিষয়। আর কী হলে আসলে আমরা ভালো করব, জিনিসটা এ রকম না। জিনিসটা আমার কাছে মনে হয় যে ভালো ক্রিকেট খেলাটা খুবই গুরুত্বপূর্ণ, চেষ্টা থাকাটা, দায়িত্ব নিয়ে খেলাটা খুবই গুরুত্বপূর্ণ।’
মার্চ মাসে টেস্টের ম্যাচ ফি ৬ লাখ থেকে ৮ লাখ করার কথা জানায় বিসিবি। ওয়ানডেতে ৬ লাখ ও টি-টোয়েন্টিতে আড়াই লাখ টাকা করা হয়েছে।
বাংলাদেশ দল মাঠের পারফরম্যান্সে ফলাফল আনতে পারছে না। তবে সবাই কষ্ট করছে, মেহনত করছে। সংবাদ সম্মেলনে এমন কথা জানিয়েছেন শান্ত।
এমএইচ//