'ম্যাচটি আমি একাই হারিয়েছি', দায় নিলেন শান্ত

সিলেট টেস্টে পরাজিত বাংলাদেশ সিরিজে পিছিয়ে গেল ১-০ তে। জিম্বাবুয়ের বিরুদ্ধে নতুন ক্রিকেট খেলার কথা জানিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে তার কিছুই দেখা যায়নি মাঠের পারফরম্যান্সে। বুধবার (২৩ এপ্রিল) ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে কথা বলেন শান্ত, যেখানে ব্যর্থতার দায় নিজের কাঁধে তুলে নেন তিনি।
আজ চতুর্থ দিন শান্ত ব্যক্তিগত ৬০ (১০৫) রান নিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। নিজের এই আউট নিয়ে বেশ অসন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি। সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘ম্যাচটি আমি একাই হারিয়েছি। তাই একাই হারের দায়ভার নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে আমি সময় নিতে পারতাম। যদি চিন্তা করেন পুরো ম্যাচটা আমি অধিনায়ক হিসেবে হারিয়ে দিয়েছি। কারণ সত্যি কথা সকালে আউটটাতে পুরো খেলাটা নষ্ট হয়ে গিয়েছিল।'
তিনি আরও বলেন, ‘অবশ্যই হতাশাজনক, পুরো ম্যাচটা যদি বিশ্লেষণ করি আমরা খুব একটা ভালো ক্রিকেট খেলিনি। যার কারণে ম্যাচটা হারা। অতিরিক্ত আপসেট বলব না, তবে আমরা ভালো করিনি।’
নিজের আউট নিয়ে তিনি বলেন, ‘আমার আউট পুরো ব্যাটিংটা নষ্ট করে ফেলেছিল। ওই মোমেন্টামটা ওরা পাওয়াতেই খেলাটা আমার কাছে মনে হয়েছে যে হেরে গেছি। মিরাজ এবং তাইজুল ভাই ভালো চেষ্টা করেছে। অসম্ভব ভালো বোলিং করেছে অবশ্যই ক্রেডিট দিতে হবে। বাট আমার কাছে মনে হয় যে বোর্ডে যথেষ্ট রান ছিল না।’
জিম্বাবুয়ের সামনে ১৭৪ রানের লক্ষ্যমাত্রা দেয় বাংলাদেশ। সেই রান পেরিয়ে ৩ উইকেটে ম্যাচটি জিতে নেয় সফরকারী দল।
এমএইচ//