দেশজুড়ে

স্বামী-স্ত্রীর বিষপান, মৃত্যু স্ত্রীর

ছবি: সংগৃহীত

নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাও ইউনিয়নে এক দম্পতির বিষপানের ঘটনা ঘটেছে।  তারা হলেন আব্দুর রহিম (৩২) ও ফাতেমা আক্তার (২৭)। 

এ ঘটনা নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী। 

তিনি আরও জানান , বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বজরা হাসপাতালে মারা যান ফাতেমা আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আব্দুর রহিম। তাদের বাড়ি পাঁচগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড ভাওর গ্রামের সাদা পাড়া এলাকায়।

স্থানীয়রা জানান , পাঁচ বছর আগে পারিবারিকভাবে ফাতেমার সঙ্গে আব্দুর রহিমের বিয়ে হয়। সংসারে এক ছেলে-মেয়েও রয়েছে।  কিছু দিন ধরে তাদের সংসারে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলতে থাকে। বুধবার বিকেলে স্বামীর বাড়িতে ফাতেমা প্রথম বিষপান করে ।  এরপর একই সময়ে তার স্বামী রহিমও বিষপান করে।  পরে তাদের দুজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী সোনাইমুড়ির বজরা হাসপাতালে নিয়ে গেলে সেখানে ফাতেমা মারা যান । 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন , পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে এবং যতদ্রুত সম্ভব আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসকে//  

এ সম্পর্কিত আরও পড়ুন