দেশজুড়ে

নোয়াখালীর সেই পুকুরে কুমির নিয়ে যা জানালো বন বিভাগ

ছবি: সংগৃহীত

নোয়াখালীর উপজেলা হাতিয়ার একটি পুকুরে কুমির সদৃশ প্রাণি দেখার ফুটেজ ভাইরাল হয়। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনা তদন্তে ওই এলাকায় গিয়ে ফায়ার সার্ভিস ও বন বিভাগ তল্লাশি চালিয়েছে। প্রাথমিকভাবে তাদের ধারণা কুমির নয়, ওই সরিসৃপটি একটি গুইসাপ।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে বন বিভাগ কুমির শনাক্তের জন্য পুকুরে জাল ফেলে অনুসন্ধান চালায়।

উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিল জানান, স্থানীয় বাসিন্দাদের আতঙ্ক দূর করতে আমরা পুকুরে জাল ফেলি। ১০ জন অভিজ্ঞ জেলে পুকুরে নামেন কিন্তু কোনো কুমির পাওয়া যায়নি। আমরা ধারণা করছি, বড়সড় গুইসাপ দেখে মানুষ কুমির মনে করেছে। পুকুরটির চারপাশে পাকা দেওয়াল এবং আশপাশের অবস্থা থেকে আমরা শিউর হয়েছি কোনোভাবেই কুমির প্রবেশ করা সম্ভব নয়। তবুও বিষয়টি নজরে রাখা হচ্ছে

পুকুরের মালিক মাসুদ শরীফ বলেন, তিন দিন আগে তরকারি দোকানদার ওলি ভাই তার রান্নাঘরের পাশে একটি কুমির দেখতে পান। তারপর তারা লাঠিসোঁটা নিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন কিন্তু কুমিরটির বিশাল আকৃতি দেখে তারা সবাই ভয় পেয়ে যান। আশপাশের সবাইকে সতর্ক করেন

তিনি বলেন,  পুকুরে কুমিরটি মাথা ও পিঠ তুলে ভেসে উঠেছিল। এরপর রাতভর আতঙ্কে বাড়ির লোকজন পাহারা দিয়েছেন। আজ বন বিভাগ জাল ফেলে কোনো কুমির পায়নি। তবে আমাদের মাঝে এখনও আতঙ্ক বিরাজ করছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন