দেশজুড়ে

রাস্তায় নারীদের উত্ত্যক্তের ভিডিও ভাইরাল, আটক ২

ছবি: সংগৃহীত

রাজশাহী নগরের সিঅ্যান্ডবি মোড়ে কয়েকজন যুবক অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে রাস্তায় চলাচলকারী নারীদের উত্ত্যক্ত করছে।  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও  ভাইরাল হওয়ার পর দুই যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে নগরের কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নারীদের উত্ত্যক্তের ভিডিও ভাইরালের পর পুলিশের একাধিক টিম আসামিদের আটক করতে অভিযান শুরু করে। পরে রাজপাড়া থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর সোয়া ১টায় কাশিয়াডাঙ্গা মোড়ে অভিযান চালিয়ে ভাইরাল হওয়া ভিডিওতে জড়িত যুবক জুবায়েরকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে বেলা ২টার দিকে সবুজকে কাশিয়াডাঙ্গা থানার ম্যাচ ফ্যাক্টরি এলাকা থেকে আটক করা হয়। অন্যদের আটক করতে অভিযান অব্যাহত আছে। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গতকাল বুধবার বিকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়ে। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। ২২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, নগরের সিঅ্যান্ডবি মোড় থেকে পদ্মা নদীর ধারে যাওয়ার রাস্তার পাশে বসে আছে চার যুবক। তাদের সামনে দিয়ে নারী শিক্ষার্থীসহ কয়েকজন হেঁটে যাচ্ছিলেন। এ সময় তাদের উদ্দেশ্য করে হাতের ইশারায় এক যুবক অশ্লীল অঙ্গভঙ্গি করে। আর বাকি যুবকরা তখন মুখ দিয়ে নানা আওয়াজ করে তাদের উত্ত্যক্ত করেছিল।

ভিডিওটি আরএমপির নজরে আসার পর ওই চার যুবকের ছবিসহ তাদের পরিচয় শনাক্তে সহযোগিতা চাওয়া হয়।

এ ঘটনায় আটককৃতরা হলো- মো. জুবায়ের হোসেন রাকিব (১৯) ও মো. সবুজ (২০)। জুবায়ের রাজপাড়া থানার লক্ষ্মীপুরের ভাটাপাড়ার মো. মোখলেছুর রহমান মুকুলের ছেলে ও সবুজ কাশিয়াডাঙ্গা থানার মহিষবাথান উত্তর পাড়ার মো. রমজান আলীর ছেলে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন