কাশ্মির হামলা ইস্যুতে
দিল্লির সিদ্ধান্তের জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ

ভারত শাসিত জম্বু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই ভারতের বিরুদ্ধে পালটা ব্যবস্থার ঘোষণা দিয়েছে পাকিস্তান।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ‘ভারতীয় কর্মকাণ্ডের জবাব দিতে’ বৈঠকের ডাক দেয় পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি।
রেডিও পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে ‘পেহেলগাম ফলস ফ্ল্যাগ অপারেশনের পর ভারতের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড’ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই বৈঠকে ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে অভ্যন্তরীণ ও বহিরাগত পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে।
বৈঠকে ভারতের বিরুদ্ধে বেশ কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এসময় ভারতের সঙ্গে সকল বাণিজ্য বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান। একই সঙ্গে ভারতকে নিজেদের আকাশসীমা আর ব্যবহার করতে দেবে না বলেও জানায় পাকিস্তান।
পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি সিন্ধু নদের পানি বন্ধ করে দেয়া হয় তাহলে সেটি হবে যুদ্ধ ঘোষণার সামিল।
এছাড়া সিমলা চুক্তি বাতিল, ওয়াঘাহ সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান জানিয়েছে, পাকিস্তান হয়ে তৃতীয় কোনো দেশের পণ্যও ভারতে প্রবেশ অথবা বের হতে পারবে না।
সার্কের আওতাধীন বিশেষ ভিসা সুবিধাও বাতিল করেছে পাকিস্তান। যেসব ভারতীয়র কাছে এ ভিসা আছে তাদের ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশও দিয়েছে ইসলামাবাদ।
উল্লেখ্য, গেলো মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত শাসিত জম্মু-কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলায় ২ বিদেশিসহ ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। হামলাকারীরা সেনাবাহিনীর ছদ্মবেশে একদল পর্যটকের ওপর অতর্কিত আক্রমণ করে। এই হামলার প্রেক্ষিতে ভারত সরকার পাকিস্তানিদের ভিসা বাতিলসহ পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন কঠোর পদক্ষেপ গ্রহণ করে।
এমএ//