খেলাধুলা

ভারতে বন্ধ হয়ে গেল পিএসএলের সম্প্রচার

ভারতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দেখার উপায় ছিল অলনলাইন প্ল্যাটফর্ম ফ্যানকোড। তবে দেশটিতে এখন থেকে আর পিএসএল দেখতে পারবেন না ক্রিকেটপ্রেমীরা। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া ঘটনায় এটি বন্ধ করা হলো।

পিএসএলের দর্শক এতে অনেকটাই কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। গত মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন মারা যান। এই ঘটনার পর থেকে ভারত ও পাকিস্তান সম্পর্ক আরও অবনতি হয়েছে। ক্রীড়াঙ্গনেও যার প্রভাব দৃশ্যমান।

কাশ্মীরের ঘটনার পর পিএসএলে কর্মরত ভারতীয়দের নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। তারা পিএসএলে সম্প্রচারের দায়িত্বে ছিলেন।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন