কাশ্মীরের হামলা সাজানো ঘটনা: পাকিস্তান

কাশ্মীরে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। হামলার জন্য সরাসরি পাকিস্তানকেই দায়ী করছে ভারত। তবে পাকিস্তান এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছে, এমনকি পুরো ঘটনাটিকে ‘সাজানো’ বলে দাবি করছে তারা।
শুক্রবার (২৫এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, ভারত-শাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলাটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি বলেন, ‘আমরা মনে করি এটি একটি ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশন। যার অর্থ, ঘটনা ঘটিয়ে দায় চাপানো হয়েছে অন্যের ঘাড়ে।’
তিনি আরও বলেন, কাশ্মীরে চলমান যেকোনো সশস্ত্র কর্মকাণ্ডের সঙ্গে পাকিস্তানের কোনও সম্পৃক্ততা নেই। আমরা কোনো বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিই না।
এর আগে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, ‘ভারতের প্রতিক্রিয়াগুলো শিশুসুলভ এবং দায়িত্বশীল রাষ্ট্রের মতো নয়।’
তিনি আরও বলেন, ‘ভারত যেকোনো ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করে।এবারও তার ব্যতিক্রম হয়নি।’
উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে কাশ্মীরে ভারতীয় শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ চলছে। বহু কাশ্মিরি মুসলিম স্বাধীনতা অথবা পাকিস্তানের সঙ্গে সংযুক্তির পক্ষে। ভারত যেখানে এসব আন্দোলনকে সন্ত্রাসবাদ বলছে, পাকিস্তান সেগুলোর ব্যাখ্যা দিচ্ছে ‘স্বাধীনতার জন্য বৈধ সংগ্রাম’ হিসেবে।
এই দীর্ঘদিনের দ্বন্দ্বে এখন পর্যন্ত নিহত হয়েছেন হাজার হাজার সাধারণ মানুষ, বিদ্রোহী ও নিরাপত্তা বাহিনীর সদস্য। বর্তমান পরিস্থিতি আরও একবার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছে।
এমএ//