মেসিদের শত চেষ্টা ব্যর্থ, পরাজিত মায়ামির সামনে কঠিন পথ

কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে বিদায়ের শঙ্কা জেগেছে ইন্টার মায়ামির। লিওনেল মেসির এই ক্লাবটি সেইফাইনালের প্রথম লেগে ভ্যাঙ্কুভারের কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে।
বাংলাদেশ সময় শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ভ্যাঙ্কুভারের মাঠ বিসি প্ল্যাসে মুখোমুখি হয় দুই দল।
ম্যাচটিতে চেষ্টা করে গেলেও একেবারেই সুবিধা করতে পারেননি মেসি। হতাশ করেছেন লুইস সুয়ারেজরাও। ম্যাচের ১২ মিনিটে মেসির কাছ থেকে দুর্দান্ত এক আক্রমণ দেখা যায়, কিন্তু কাজে লাগেনি।
এদিকে ভ্যাঙ্কুভার স্ট্রাইকার ব্রায়ান হোয়াইট কাজের কাজ করেছেন ঠিকই। ম্যাচের ২৪ মিনিটে পেদ্রো ভিতের এক ক্রসে হেড করে গোল আদায় করেছেন হোয়াইট।
গোল হজমের পর ফিরে দাঁড়াতে চায় মায়ামি। মেসিকেও দেখা যায় দূরপাল্লার শট থেকেও গোল আদায় করার চেষ্টা করতে। তবে কোনো চেষ্টাই আর সফলতার মুখ দেখেনি।
বরং ম্যাচের ৮৫ মিনিটে গিয়ে ভ্যাঙ্কুভারের সেবাস্তিয়ান বেরহাল্টারের পক্ষ থেকে আসে দ্বিতীয় গোল। শেষপর্যন্ত এই ২-০ গোলের জয় নিয়ে মায়ামিকে পরাজিত করেই মাঠ ছেড়েছে ভ্যাঙ্কুভার।
আগামী ১ মে মায়ামির মাঠ চেজ স্টেডিয়ামে দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে।
এমএইচ//