বাংলাদেশ

ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল 'জনতা পার্টি বাংলাদেশ'

ছবি: সংগৃহীত

এক সময়ের জনপ্রিয় অভিনেতা অভিনেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু হচ্ছে। দলের নাম, ‘জনতা পার্টি বাংলাদেশ। দলটির স্লোগান ঠিক করা হয়েছে গড়বো মোরা ইনসাফের বাংলাদেশ

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দলের নাম ঘোষণা করেন জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।

জানা যায়, জনতা পার্টি বাংলাদেশ দলটির চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন ইলিয়াস কাঞ্চন। মহাসচিবের দায়িত্ব পালন করবেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ।

রাজনীতির পট পরিবর্তনের পর এখন পর্যন্ত প্রায় ২৬ টি নতুন দল আত্মপ্রকাশ করেছে। যারমধ্যে ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত হওয়া জনতা পার্টি বাংলাদেশ একটি। 

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন