ইলিয়াস কাঞ্চনের নতুন দলে বিভিন্ন পদে যারা রয়েছেন

এক সময়ের জনপ্রিয় অভিনেতা অভিনেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু হচ্ছে। দলের নাম ‘জনতা পার্টি বাংলাদেশ’। এই দলে মহাসচিবের দায়িত্ব পালন করবেন জাতীয় প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। ইলিয়াস কাঞ্চন ও শওকত মাহমুদ ছাড়াও এই দলের অন্যান্য পদে যারা আছেন, তাদের নাম প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জনতা পার্টি বাংলাদেশ দলটির বিভিন্ন পদে যারা রয়েছেন:
চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ।
নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সারোয়ার মিলন। ভাইস চেয়ারম্যান; রফিকুল হক হাফিজ, অ্যাডভোকেট এবিএম ওয়ালিউর রহমান, রেহানা সালাম, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, এমএ ইউসুফ, সৈয়দা আজিজুন নাহার, গোলাম মেহরাজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম, নির্মল চক্রবর্তী।
আরও আছেন, সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব; অ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার রাজা, আল আমিন রাজু, অ্যাডভোকেট শিউলি সুলতানা রুবী, নাজমুল আহসান, জামাল উদ্দিন, শাহাদত হোসেন, আসাদুজ্জামান ও জাকির হোসেন লিটু।
উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে আছেন; শাহ মুহাম্মদ আবু জাফর, ইকবাল হোসেন মাহমুদ, ডা. ফরহাদ হোসেন মাহবুব, জাফর ইকবাল সিদ্দিকী, তৌহিদা ফারুক ও মামুনুর রশিদ।
সমন্বয়কারীর দায়িত্বে থাকবেন; নূরুল কাদের সোহেল, সহ-সমন্বয়কারী অ্যাডভোকেট জাহাঙ্গীর, জাকির হোসেন ও ফাতেমা বেগম।
রাজনীতির পট পরিবর্তনের পর এখন পর্যন্ত প্রায় ২৬ টি নতুন দল আত্মপ্রকাশ করেছে। যারমধ্যে ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত হওয়া ‘জনতা পার্টি বাংলাদেশ’ একটি।
এমএইচ//