রাজনীতি

নারী কমিশনের কিছু সুপারিশ ঈমান ও সুন্নাহ বিরোধী: শফিকুর রহমান

‘নারী সংস্কার কমিশন’ নারী অধিকারের নামে ঈমান ও সুন্নাহ বিরোধী কিছু সুপারিশ পেশ করেছে। যারা এই সুপারিশ করেছেন, তারা এ দেশের সাড়ে ৯ কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৫ এপ্রিল) ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, প্রধান উপদেষ্টাকে অনুরোধ করবো, দেশে ফিরে বিলম্ব না করে প্রথমেই এ কাজটা বাতিল করবেন। 

তিনি বলেন, আর যদি এরকম কোন কমিশন করতেই হয়, তাহলে সকল শ্রেণি, পেশা, দল এবং আদর্শের মানুষকে নিতে হবে। সেখানে ইমানদার মহিলাদেরও প্রতিনিধিত্ব করতে হবে।

এসময় নির্বাচন প্রসঙ্গে জামায়েতের আমির বলেন, বর্তমান নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিক, তাতে মানুষের উপকার হবে। সেই সঙ্গে কমিশনের অ্যাসিড টেস্টও পরীক্ষা হয়ে যাবে, তারা কতটা গ্রহণযোগ্য ও নিরপেক্ষ।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন