আন্তর্জাতিক

যুদ্ধের আশঙ্কায় ভারতের শেয়ারবাজারে ধস

ছবি: সংগৃহীত

সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনার পর ভারতের শেয়ার বাজারে প্রভাব পড়েছে। এই প্রভাব দিন দিন বেড়ে এখন হাজার পয়েন্টের বেশি নেমে গেছে সেনসেক্স। ভারতের স্টক মার্কেটের একটি প্রধান সূচক হলো সেনসেক্স।

শুক্রবার (২৫ এপ্রিল) ভারতের শেয়ার বাজার বিশ্লেষণ করে এসব তথ্য উঠে এসেছে।

আজ দিনের শুরুতে প্রায় ৩০০ পয়েন্ট সেনসেক্স বাড়ে। এরপর প্রায় ১২০০ পয়েন্ট পড়ে যায়। নিফটিও পড়ে যায় প্রায় ৪০০ পয়েন্ট। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্মলক্যাপ এবং মিডক্যাপগুলি। তাদের শেয়ারের মূল্য কমে গেছে প্রায় তিন শতাংশ।

হিসাব বলছে, সবমিলিয়ে বিনিয়োগকারীরা অন্তত ১০ লক্ষ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন।

শুক্রবারে শেয়ারবাজারের এই ধসকে বিশ্লেষকরা বর্ণনা করেছেন। তারা মনে করছেন, পেহেলগামে হামলা, ২৬ জনের মৃত্যু- সবমিলিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে যে ভূ-রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে- তার প্রভাব পড়েছে শেয়ার বাজারে।

এরমধ্যে পাকিস্তানের ওপর কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক ঘোষণা করেছে দিল্লি। অন্যদিকে সীমান্তে সৈন্য সংখ্যা বাড়াচ্ছে পাকিস্তান। দুই দেশের বর্তমান কূটনৈতিক পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন