খেলাধুলা

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে চট্টগ্রামে বাংলাদেশ দল

ছবি: বিসিবি

সিলেটে পরাজিত হওয়ার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে নাজমুল হোসেন শান্তরা। সিরিজটা অন্তত সমতায় শেষ করার কথা ভাবছেন নিশ্চয়ই দলের সদস্যরা।

শুক্রবার (২৫ এপ্রিল) দ্বিতীয় টেস্টের দল চট্টগ্রামে পৌঁছে দুপুরের দিকে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে আগামী ২৮ এপ্রিল জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এরমধ্যে ঘোষণা করা হয়েছে দ্বিতীয় টেস্টের দল।

তিন বছর পর টেস্ট দলে ফিরেছেন এনামুল হক বিজয়। এছাড়াও এখনো টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা তানভীর ইসলামকে নেওয়া হয়েছে দলে।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব। 

এমএইচ// 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন