দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে চলছে ০৩ দিনব্যপি লোকনাট্য উৎসব

হারিয়ে যাওয়া লোকনাট্য নাটক বা নাটিকাকে ফিরিয়ে আনতে ও লোকনাট্য উৎসবের মধ্যে দিয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে ০৩ দিনব্যপি লোক নাট্য উৎসব চলছে।

বুধবার (২৩ এপ্রিল)জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহযোগিতা শহরের জজকোর্ট চত্বরে এই লোকনাট্য উৎসব শুরু হয়

৩ দিনব্যাপি এই লোকনাট্য উৎসবে পীরগঞ্জ উপজেলা পৃথক তিনটি লোকনাট্য দল আলাদাভাবে অংশগ্রহণ করছে৷ গতকাল বৃহস্পতিবার (২৪এপ্রিল) রাতে পীরগঞ্জ লোকনাট্য নামে একটি লোকনাট্য দল এই লোকনাট্য উৎসবে অংশ নিয়ে তাদের লোকনাট্য পরিবেশন করে। লোকনাট্যটি একটি পারিবারিক ও সামাজিক লোকনাট্য ছিলো।

নাটকটি উপভোগ করতে জজকোর্ট চত্বরে নাট্যকার, নাট্যাভিনেতা, সাংস্কৃতিক কর্মীরা ছাড়াও নানা শ্রেণি পেশার মানুষরা উপস্থিত ছিলেন। আজ ২৫শে এপ্রিল এই লোকনাট্য উৎসবের শেষ দিন।

প্রসঙ্গতএর আগে ২৩ শে এপ্রিল জজকোর্ট চত্বরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা এই লোকনাট্য উৎসবের উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও পৌর প্রশাসক সরদার মোস্তফা শাহিনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন