জাতীয়

নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার চায় শহীদ পরিবার

সংস্কার এবং নির্বাচনের প্রক্রিয়া চলবে তবে তার আগে জুলাই অভ্যুত্থানসহ বিগত ১৫ বছরে অসংখ্য খুন ও হত্যার দায়ে আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। এসময় শহীদদের পরিবার এবং আহতদের পুনর্বাসনের দাবিও জানান তারা।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের উদ্যোগে জুলাই, পিলখানা, শাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধেরদাবিতে শহীদী সমাবেশে এ দাবি জানান তারা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ৪ দফা দাবি তুলে ধরে বলেন, আগামী ১০০ দিনের মধ্যে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার শুরু করতে হবে এবং আওয়ামী লীগকে নির্বাহী আদেশ, আদালতের রায় ও রাজনৈতিক সমঝোতার মাধ্যমে সাংবিধানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। শাপলা চত্বরের ঘটনার রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে জাতিসংঘের সহায়তায় একটি তদন্ত কমিশন গঠন করে শহীদদের তালিকা প্রকাশ ও বিচার প্রক্রিয়া শুরু করতে হবে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে সুপারিশমালা বাস্তবায়ন করতে হবে এবং দেশের সব রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের গণহত্যার বিচারের বিষয়ে স্পষ্ট ধারা অন্তর্ভুক্ত করতে হবে।

জুলাই অভ্যুত্থানে শহীদ ইমাম হাসানের ভাই বলেন, আমাদের সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কেন রাস্তায় দৌড়াতে হবে। এখানে একটি প্রহসন চলছে। বাংলাদেশে সংস্কার হবে, নির্বাচন হবে; তবে তার আগে বিচার হওয়া লাগবে। সংস্কারের মূল বিষয় হওয়া উচিত বিচার

শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম বলেন, আমার ছেলেকে আশুলিয়ায় ভ্যানের উপর পুড়িয়ে দেওয়া হয়। ও তখন জীবিত ছিল। তাকে এভাবে হত্যা করা হয়েছে। এ সকল হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এদের নিবন্ধন বাতিল করতে হবে। নইলে কিন্তু আমি ছাড়ব না। এক সন্তান মারা গেছে। দেশে আমার শত শত সন্তান আছে, তারা ছাড়বে না

পিলখানায় বিডিআর বিদ্রোহে নিহত কেন্দ্রীয় সুবেদার মেজর নুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম হান্নান বলেন, আমরা আজকে সবাই একত্রিত করেছি একটি দাবিতে। আমাদের দাবিতে হচ্ছে স্বৈরাচার আওয়ামী লীগ যেন আর কখনো রাজনীতি করতে না পারে। ক্ষমতায় টিকে থাকার জন্য নিজ দেশের ছেলেদের মেরে ফেলতে পারে যে দল, সেই দলকে আমরা এই দেশে চাই না

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির সঞ্চালনায় সভায় শহীদ পরিবার এবং আহতরা, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, আপ বাংলাদেশের সংগঠক আলী আহসান জুনায়েদ, ইসলামি ছাত্র আন্দোলনের সেক্রেটারি শেখ মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন