রাজনীতি

সংস্কার-নির্বাচন এই খেলা বাদ দিয়ে বিচার করুন : সারজিস

ছবি: ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সংস্কার না নির্বাচন আপনারা এই খেলা বাদ দিয়ে বিচার নিশ্চিত করুন। বর্তমান সরকারের বৈধতা হচ্ছে শহীদরা। জুলাই অভ্যুত্থানের শহীদদের হত্যাকাণ্ডের বিচারের আগে বাংলাদেশে কোনো কিছু প্রাসঙ্গিক হতে পারে না।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের উদ্যোগে জুলাই, পিলখানা, শাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধেরদাবিতে শহীদী সমাবেশে তিনি এ কথা বলেন।

সারজিস বলেন,  আওয়ামী লীগ নিষিদ্ধ না করার জন্য আমাদেরকে বিভিন্ন মহল নানা কারণ দেখাচ্ছে। তারা আমাদেরকে শোনায় বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হতে পারে। এই স্টেক হোল্ডার, তথাকথিত বিভিন্ন মহলকে বলতে চাই, যখন শাপলা চত্বরে হত্যাকাণ্ড হলো বিডিআর বিদ্রোহ হলো যখন শাহবাগে যাত্রাবাড়িতে উত্তরায় হত্যাকাণ্ড হয় তখন এই বহির্বিশ্ব কোথায় ছিল? ওই পশ্চিমা দেশের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল যখন হেলিকপ্টার থেকে গুলো করে হত্যা করা হলো?

তিনি দাবি করেন, ভারতের প্রেসক্রিপশনে বিডিআর হত্যাকাণ্ড হয়েছে, শাপলা চত্বরে হত্যাকাণ্ড হয়েছে। সেই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার পূর্ব পর্যন্ত অন্য কোনো কিছুই প্রাসঙ্গিক হতে পারে না।

সব রাজনৈতিক দলের উদ্দেশ্যে তিনি আরও বলেন, এই জেনারেশনকে ভয় করুন। যদি এই জেনারেশনের রক্তের উপর দাঁড়িয়ে কোনো ধরনের খেলা খেলার চেষ্টা করেন, তাহলে সকল ক্ষমতার উপরে গিয়ে টেনেহিঁচড়ে নামাতে পারে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন