বিনোদন

আমরা সবাই প্রতিদিন অভিনয় করি : রাখি গুলজার

রাখি গুলজার ছবি: সংগৃহীত

কলকাতার এক প্রথম সারির অফিসে শুক্রবার সন্ধ্যা।  গোধূলির মায়ামাখা আলো, সোনালি ফ্রেমের চশমায় সজ্জিত রাখি গুলজ়ারের উপস্থিতি যেন এক স্বপ্নিল দৃশ্য।  তার গমরঙা ত্বকে ঝলকানো সুর , আর লাল শিফন শাড়িতে ধীর পায়ে প্রবেশ এক মুগ্ধকর উপস্থিতি।  মুখে সরলতা অথচ এক গভীর কথা বলেছেন তিনি ।  বলেছেন , আমরা রোজ অভিনয় করি,কোনও না কোনও ভূমিকায়।  কেবল সাউন্ড আর ক্যামেরার অ্যাঙ্গেল শিখে নিলে আপনিও অভিনেতা। 

তিনি বলেন , অভিনয়ের প্রতি তার আর কোনো আবেগ বা আসক্তি নেই। এত ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা থাকার পরেও তার মুখে শুনে মনে হয় , অভিনয় আসলে কোনো ছক বাঁধা পেশা নয় বরং , জীবনের এক অবিচ্ছেদ্য অংশ।  এত ছবিতে অভিনয় করেছি যে , আর কোনও আসক্তি নেই। 

দীর্ঘ ২২ বছর পর আবার ক্যামেরার সামনে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি "আমার বস"-এ ফিরেছেন তিনি।  ছবির প্রচারে কলকাতায় আসার মুহূর্তে রাখি গুলজ়ার এক নতুন চরিত্রে পর্দায় ফিরে এসেছেন।  ছবিতে তিনি শিবপ্রসাদের মায়ের চরিত্রে অভিনয় করছেন এবং সেই চরিত্রে তিনি সত্যিই যেন জীবন্ত হয়ে উঠেছেন।

ছবির প্রথম ঝলক মুক্তি পাওয়ার পর পরিচালক নন্দিতা রায় বলেন , “শর্মিলি” ছবির সময় রাখি সাদা শিফন শাড়িতে এসে দাঁড়িয়েছিলেন।  আমি এক মুহূর্তের জন্য তার চোখ থেকে চোখ ফিরাতে পারিনি।  এতটাই মুগ্ধ হয়েছিলাম।  সেই নায়িকা এখন আমার ছবিতে অভিনয় করছেন। রাখির ফিরে আসা যেন এক নতুন যুগের সঙ্গেই সমান্তরাল হয়ে যায়। যেখানে অভিনয়ের সীমানা অনেকটাই বিস্তৃত হয়ে গেছে।  

শিবপ্রসাদ মুখোপাধ্যায়ও জানান , রাখির নির্দেশেই তিনি পর্দায় অভিনেত্রীর ছেলের চরিত্রে অভিনয় করেছেন।  একদিকে অভিনয় জগৎ, অন্যদিকে ব্যক্তিগত জীবনের অমলিন সম্পর্ক।  এই দুই মিশেলে রাখি যেন এক নতুন অধ্যায় রচনা করছেন।  পরিচালক-অভিনেতা শিবপ্রসাদ যখন তার কাছে জানতে চাইলেন , আবার আমাদের ছবিতে অভিনয় করবেন তো? রাখি চিরচেনা হাসি নিয়ে বললেন , আর না, এটাই শেষ। এবার তো যাওয়ার পালা। কিন্তু তার এই সিদ্ধান্তকে ঘিরে ছবির অন্যান্য অভিনেতারা যখন প্রতিবাদ জানান তখনও রাখির মন্তব্য ছিল দৃঢ় "এটাই শেষ"।

ছবির কাজ শুরু করতে গিয়ে রাখি বলেন , এই ছবিটাও আমি করতাম না। ছবির বিষয় আমাকে টেনেছে।  একান্নবর্তী পরিবার ভেঙে যাচ্ছে , মা-বাবারা একা হয়ে যাচ্ছে।  জানেন , আমার মেয়ে বসকি বিয়ের আগের রাতেও আমার গা ঘেঁষে শুয়েছে।  আর এখন? সারা দিন ব্যস্ত থাকে। মাতৃত্বের এমন বাস্তব অভিজ্ঞতা তাকে ছবির জন্য নিখুঁত ভাবনায় এগিয়ে নিয়ে গেছে।  তিনি ভেবে বলেন , এই ছবি সেই সব একা হয়ে যাওয়া মা-বাবাকে আগলে রাখার বার্তা দেবে যা খুব জরুরি।

তার এই অনুভূতির মাঝে , অভিনয়ের অর্থ যেন আরও গভীর হয়ে ওঠে। তিনি বলেন , আমি অভিনয় শিখিনি।  আমি অভিনয় করতে পারি না। আমার জন্য কোনও ছবি হিট তাও বিশ্বাস করি না।  কারণ কাউকে আলাদা করে অভিনয় শিখতে হয় না।  রোজ আমরা কোনও না কোনও ভূমিকায় অভিনয় করি।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন