সিন্ধুতে আমাদের পানি, না হলে ভারতীয়দের রক্ত বইবে: হুঁশিয়ারি বিলাওয়ালের

কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা চরমে পৌঁছেছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত একতরফাভাবে সিন্ধু পানিবণ্টন চুক্তি (ইন্ডাস ওয়াটার ট্রিটি - আইডব্লিউটি) স্থগিতের ঘোষণা দেয়। নয়াদিল্লির এমন সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া।
শুক্রবার (২৫ এপ্রিল) পাকিস্তানের সিন্ধু প্রদেশের সুক্কুরে এক জনসমাবেশে ভারতকে কড়া হুঁশিয়ারি দেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেন, ‘সিন্ধু নদীতে আমাদের পানি অথবা তোমাদের রক্ত প্রবাহিত হবে।’
শনিবার (২৬ এপ্রিল) পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের জলশক্তিমন্ত্রী সিআর পাতিলের ‘পাকিস্তানকে এক ফোঁটা পানিও দেয়া হবে না’ মন্তব্যের জবাবে বিলাওয়াল বলেন, ‘সিন্ধু নদী কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি একটি সভ্যতার চিহ্ন এবং আমরা, পাকিস্তানিরা, এর প্রকৃত উত্তরাধিকারী। ভারতের এই আগ্রাসী সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব।’
তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সভ্যতার উত্তরাধিকারী’ দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘মোদি বলছেন তারা হাজার বছরের পুরনো সভ্যতার উত্তরাধিকারী। কিন্তু সেই সভ্যতার কেন্দ্র লারকানার মহেঞ্জোদারোতে, পাকিস্তানের মাটিতে। তাই এর প্রকৃত রক্ষক আমরাই।’
বিলাওয়াল আরও বলেন, ‘ভারত যদি সিন্ধু পানিচুক্তিকে স্বীকৃতি না দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে তা আন্তর্জাতিক আইন এবং ন্যায়ের পরিপন্থী হবে। পাকিস্তানের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায় কখনোই এমন একতরফা সিদ্ধান্ত মেনে নেবে না।’
তিনি জানান, পিপিপি ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর মধ্যে একটি চুক্তি হয়েছে- যার আওতায় চারটি প্রদেশের সম্মতি ছাড়া সিন্ধু নদীর ওপর কোনো নতুন খাল নির্মাণ করা হবে না। এই নীতিতে একমত হয়েছে ফেডারেল সরকারও।
সন্ত্রাসবাদের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘পাকিস্তান নিজেও সন্ত্রাসবাদের শিকার এবং আমরা এর বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেছি। ভারতের পহেলগাম হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করা সম্পূর্ণ ভিত্তিহীন। এটি তাদের ব্যর্থতা আড়াল করার কৌশল।’
বিলাওয়াল জানান, পিপিপির আন্দোলন এবং জনগণের চাপেই সিন্ধু নদীকে ঘিরে বিতর্কিত খাল প্রকল্প থামানো গেছে।
তিনি বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম সিন্ধুকে রক্ষা করব। আজ সেটি সুরক্ষিত। এটি আপনাদের জয়।’
বিলাওয়াল আরও জানান, সিন্ধু নদীর পানি রক্ষায় পিপিপি আগামী ১ মে মিরপুরখাসে একটি বিশাল জনসমাবেশের আয়োজন করবে।
শেষে তিনি বলেন, ‘ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তান ঐক্যবদ্ধ। প্রয়োজন হলে সীমান্তে উপযুক্ত জবাব দেবে আমাদের সশস্ত্র বাহিনী।’
এসি//