সৃজিতের জীবনে নতুন নারীর আগমন

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি নিয়ে যতটা আলোচনা হয় ঠিক ততটাই তার ব্যক্তিগত জীবন নিয়েও যেন আগ্রহের কমতি নেই দর্শকদের। পরিচালকের প্রতি দর্শকদের কৌতূহলের শেষ নেই । তার কর্মজীবনের মতোই ব্যক্তিগত জীবনও যেন এক রহস্য হয়ে দাঁড়িয়েছে। বিশেষত সৃজিত ও তার স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সম্পর্ক নিয়ে চলে নানা গুঞ্জন। যদিও এই বিষয়ে সৃজিত বা মিথিলা কখনোই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবুও তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন এবং আলোচনা থেমে থাকে না।
এবার সেই আলোচনায় নতুনভাবে ঘি ঢালল এক ভিডিও। সম্প্রতি সৃজিত এবং অভিনেত্রী আলেকজ়ান্দ্রা টেলরকে এক ফিল্মি পার্টিতে একসঙ্গে দেখা গেছে , যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে। দু’জনের এই ঘনিষ্ঠ মুহূর্ত দেখে প্রশ্ন উঠতে শুরু করে , এটা কি সৃজিতের জীবনে নতুন প্রেমের সূচনা ? দর্শকদের মনে ফিসফাস শুরু , তবে সৃজিত যে তার ব্যক্তিগত জীবনকে সংযত রাখতে চান যেভাবে , সে বিষয়ে তিনি স্পষ্ট সাফাই দেন।
সৃজিত মুখোপাধ্যায় নিজেই মুখ খুলেছেন। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সৃজিত বলেন , প্রেম নয় , আলেকজ়ান্দ্রা আমার খুব ভালো বন্ধু। ও অসম্ভব শিক্ষিত , আমাদের বেশ কিছু মিল রয়েছে। দুজনেই সাপ খুব ভালোবাসি। একসময় আলেকজান্দ্রা একটি পেট শপেও কাজ করেছিল। সৃজিত তার মন্তব্য স্পষ্ট করে বলে , আলেকজ়ান্দ্রা ও তার সম্পর্ক বন্ধুত্বের এর বাইরে আর কিছুই নয়।
এতদিন ধরে সৃজিতের সিনেমাগুলোর ভক্তদের মধ্যে ছিল একটি প্রশ্ন, আলেকজ়ান্দ্রা কি সৃজিতের পরবর্তী ছবিতে কোনো চরিত্রে অভিনয় করবেন ? সৃজিত সেই প্রশ্নেরও উত্তর দিয়ে বলেন , আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি , কিন্তু এখনও কোনো চরিত্র ভাবা হয়নি আলেকজ়ান্দ্রার জন্য। তার কথা থেকেই পরিষ্কার যে , তার পেশাগত জীবনে আলেকজ়ান্দ্রা কোনো বড় স্থান অধিকার করছে না।
সম্প্রতি গুজব উঠেছিল যে , সৃজিত ও মিথিলার বিবাহবিচ্ছেদ হয়ে গেছে এবং তারা আলাদা থাকছেন। যদিও এই খবরটি পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন সৃজিত। প্রকাশ্যে দু’জনেই এই খবরকে শুধুই গুজব বলে দাবি করেছেন এবং তা যে মিথ্যা ছিল সে বিষয়েও নিশ্চিত করেছেন সৃজিত। তবে মিথিলা ও সৃজিতের সম্পর্কের দিকে কখনোই সৃজিত মুখ খোলেননি বরং , সবসময়ই তিনি এড়িয়ে গেছেন।
এসকে//